মুরসি গৃহবন্ধী ঃঅজানা গোপন কোন স্থানে ।

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৫ জুলাই, ২০১৩, ০৪:২৯:২০ রাত

মিশরের ইতিহাসে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা মুহাম্মাদ মুরসিকে ক্ষমতা গ্রহণের ঠিক একবছরের মাথায় সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা থেকে হঠিইয়ে দেয়া হয় । সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পরপরেই মুহাম্মাদ মুরসিকে আটক করে গোপন স্থানে নিয়ে যাওয়া হয় ।



ইখয়ানের ভাইদের মুখপাত্রের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে,''মুরসিকে গ্রেফতার করে গৃহবন্ধী করা হয়েছে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য আমাদের কাছে নাই ''

সবাই দোয়া করুন মুরসি এবং ইখওয়ানুল মুস্লিমিনের ভাইদের জন্য ।এক কঠিন পরীক্ষার সম্মুখীন জনাব মুহাম্মাদ মুরসি ,আল্লাহ্‌ এ পরীক্ষায় যেন তাঁকে এবং ইখওয়ানুল মুস্লিমিনকে উত্তীর্ণ করেন।

ইনশাল্লাহ বিজয় ইখয়াওনের,বিজয় মুরসির বিজয় সমগ্র মুসলমানদেরই হবে

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File