মুরসির পতনঃআল্লাহ্‌র এক পরীক্ষা মাত্র !

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৪ জুলাই, ২০১৩, ০২:৩৪:১০ রাত

টেলিভিশনে মুরসির পতনের খবরটা দেখে আর দশজন মুসলমানের মত আমার মনের গভীরে কষ্ট মোচড় দিয়ে উঠে।খুব কষ্ট লাগল।কিন্তু পরক্ষনেই মহান প্রভুর ঐ বাণীটার কথা মনে পড়ায় কষ্ট কিছুটা লাঘব হল।আল্লাহ্‌ বলেন-

'' ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين ''

মুরসির পতনের মাধ্যমে আল্লাহ্‌ হয়ত অন্য আরেকটা পরীক্ষা করলেন।এতে ভেঙে পড়ার কিছুই নেই ।কারণ আল্লাহই বলেছেন ''তোমরা কি ভেবেছ ঈমান এনেছি একথা বললেই তোমাদেরকে নাজাত দেয়া হবে ,অথচ পরীক্ষা কড়া হবে না !!'' আসলে আল্লাহ পরীক্ষার মাধ্যমে ইমানদারদেরকে আরও বেশী পরিশুদ্ধ করেন,করেন কলুষমুক্ত।

ইনশাআলালহ এর পরের নির্বাচনের মাধ্যমে মুরসি তথা ইখয়ানুল মুস্লিমিন আরও শক্তিশালীভাবে ক্ষমতায় আসবেন ।।আমরা সেদিনের অপেক্ষায়,আর মহান রবের দরবারে মোনাজাত করি মিশর এবং মুসলিম উম্মাহর জন্য ।

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File