যেখানে মীর জাফর সেখান থেকেই প্রতিরোধ , ,
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২৩ জুন, ২০১৩, ০১:৩৫:০৫ দুপুর
আজ ২৩ জুন পলাশীর আম বাগানের কথা সবার মনে আছে আশা করি । যেখানে ক্লাইভ বাহীনির হাতে বাংলার শেষ স্বাধীন নবাব,নবাব সিরাজদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় ২০০ বছরের জন্য অস্তমিত হয়ে যায় ।২০০ বছর ইংরেজদের সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয় বিশেষ করে বাংলার মুসলিমরা ।
যুগে যুগে এ সব ক্ষমতালোভী মীর জাফরদের আগমন ঘটবে সেটাই স্বাভাবিক ।মীর জাফরদের প্রতিহত করার জন্য দরকার কিছু দেশপ্রেমিক জানবাজ তরুণ সৈনিক । যেখানে দেখা যাবে মীর জাফরের উত্তান ঠিক সেখান থেকেই প্রতিহত করা শুরু করতে হবে ।আমরা আর পিছনের সেই কাল অধ্যায়ে ফিরে যেতে যাইনা ।
আজকে যারা আমাদের প্রিয় জন্মভুমিকে দাদা তথা ভারত মাতার হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে প্রতিহত করার এখনি সময় ।আমরা অনেক অত্যাচারে জর্জরিত একটা জাতি । ইংরেজ গেল আসল পাকিস্তান ,তাদেরকেও হঠালাম আসল আমাদেরই কিছু মীর জাফরদের সাহায্যে নব্য ফেরাউনের দেশ ভারত। আর কত অত্যাচার সহ্য করব আমরা ??
হে ঘুমন্ত বাঙ্গালী জাতি!! জেগে ওঠার এখনি সময় তোমার , আর কত মুখ বুজে সহ্য করে যাবে ??বুকে হিম্মত নিয়ে এগিয়ে যাও,এক আল্লাহ ছাড়া কে ঠেকায় তোমায় !!
বিষয়: বিবিধ
২৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন