১৮ দলীয় জোটের আনন্দে উল্লসিত হওয়ার কিছু নেই
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৬ জুন, ২০১৩, ০৪:৫৭:১০ রাত
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি দেখে ১৮ দলের নেতা- কর্মীদের আহ্লাদে- আটখানা হওয়ার কিছু নেই । এখানে বড় কোন ষড়যন্ত্র আছে নিশ্চয়ই । আসলে আওয়ামী লীগ এমন একটা দল তাদের সব কাজই ষড়যন্ত্র মনে হয় ,কারণ এ পর্যন্ত বার বার এর প্রমাণ দিয়ে আসছে তারা দক্ষতার সাথে । সুতরাং সবার মত আমাদের মনেও সন্দেহ জাগে, বিএনপির নিরঙ্কুশ বিজয় আর আওয়ামী লীগের ভরাডুবি দেখে । আমরা সবাই জানি যে এ নির্বাচনের জয়-পরাজয় কোন দলে কোন কাজে আসবেনা ।কারণ এ নির্বাচনের ফলাফল দিয়ে দেশের সরকার গঠন হবেনা । এ নির্বাচনের মাধ্যমে তারা বুঝিয়ে দিল যে আমাদের অধীনে যদি নির্বাচন দিলে সমস্যার কিছু নাই ।
এরপর, বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে যদি আন্দোলনে নামে তবে যেন ঠিক মত পেঁদানি দিতে পারে সরকার তার বন্দোবস্ত করল মাত্র ।সুতরাং বিরোধীদলকে বলব সময় এখনো আছে ,খুব সতর্ক থাকুন । আওয়ামী লীগকে চিনতে ভুল করলে ভবিষ্যতে অনেক বড় মাশুল দিতে হবে ।।
নির্বাচিতরা হলেন ,
১ সিলেট সিটি মেয়র : আরিফুল হক
২ বরিশাল সিটি মেয়র : আহসান হাবিব
৩ রাজশাহী সিটি মেয়র : মোসাদ্দেক হসেন
৪ খুলনা সিটি মেয়র : মো মুনিরুজ্জামান
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন