সরকার পক্ষে কি সুস্থ-মস্তিকসম্পন্ন মানুষ একজনও নেই !!

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৪ জুন, ২০১৩, ০৩:৫১:১৮ দুপুর

দেড় মাসেরও বেশি সময় ধরে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতনের পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন ভাইকে আবারও দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে সরকারপক্ষ। আগামী ১৭ জুন আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।

আহ !! কোন দেশে আছি আমরা ।সরকার পক্ষে কি সুস্থ-মস্তিকসম্পন্ন মানুষ একজনও নেই !!! যদি তারা আসলেই মানুষ হত তাহলে মানুষের দুঃখ কস্ট বুঝত । যে মানুষকে টানা ৫৩ দিন রিমান্ডে নিয়ে অমানুষিক বর্বর নির্যাতনের পর ঠিকমত বসতে পারছেননা যে মানুষটি ,যাকে কোলে করে আদালতে হাজির করা হয় সে মানুষটির জন্য আবার রিমাণ্ডের আবেদন !!!



আসলে সরকার পক্ষের সবাই পশুর চেয়েও অধম ,তাদের কাছে কি আর মানুষের মত মানবিক অনুভুতি আশা করা যায় ???

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File