একবিংশ শতাব্দীর এক নায়কের কথা

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৪ জুন, ২০১৩, ০৫:২৮:২১ সকাল

সামনের তিমির রাত্রি দেখে আমাদেরকে ভীত হলে চলবে না । আমরাতো সবাই জানি সাহাবীদের সেই বিপ্লবী কাহিনী ,কিন্তু আমরা কি জানি এই একবিংশ শতাব্দীতেও যে কয়জন বিপ্লবী মানুষের আগমন ঘটেছিল তাঁদের মধ্যে অন্যতম প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান ,যিনি আতাতুর্কের প্রতিষ্ঠিত চরম ইসলাম বিদ্বেষী তুরস্কে ইসলামী আন্দোলনের আহবান দিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন । তার প্রতিষ্ঠিত দল অনেক চড়াই উৎরাই পেরিয়ে পাঁচ-পাঁচবার নিষিদ্ধ হয়েছিল এবং ইসলামী আন্দোলনের এই কিংবদন্তী মহাবীরকে তিন-তিনবার ফাঁসীর আদেশ দেয়া হয়েছিল ।কিন্তু কোন বাতিল শক্তির নিকট মাথানত করেননি । তিনি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ১৯৯৭ সালে হয়েছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী ।

১১ মাসের শাসন আমলে নিয়ে এসেছিলেন বৈপ্লবিক অনেক পরিবর্তন ,তার মধ্যে হল D-8 । যেটাই ছিল তাকে ক্ষমতা থেকে অপসারণের মূল কারণ। কিন্তু তিনি তাতেই ক্ষান্ত হন নি । আজকে তুরস্ক এগিয়ে চলছে একটি সফল ইসলামী বিপ্লবের দিকে ।

সুতরাং ,আমাদেরও ভয় নেই ।কারণ আল্লাহতো ওয়াদা করেছেন যে বিজয় একমাত্র আমাদেরই।সূরা আলে-ইমরানের ১৩৯ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন

''তোমরা মনমরা হয়ো না ,দুঃখ করোনা ,তোমরাই বিজয়ী হবে ,যদি মু'মিন হয়ে থাকো''

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File