জামায়াতের নিবন্ধন নিষিদ্ধ হলো তাতে কোন অসুবিধা নেই।
লিখেছেন লিখেছেন আহমেদ সাজন শেখ ০১ আগস্ট, ২০১৩, ০৪:৪৪:২০ বিকাল
বাংলাোদশ জামায়াত ইসলামী দলের নিবন্ধন বাতিল করেছেন আদালত, তাহাতে আমি কোন সমষ্যা দেখছি না। কারণ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কোন নামে নির্বাচন কমিশন হতে নিবন্ধন নিয়ে নিবে। তাতে অসুবিধার কি আছে? কারণ গণতান্ত্রিক দেশে যেকারও দল গঠন করার পারমিশন রয়েছে। তাই জামায়াত নতুনরুপে, নতুন কোন নাম ধারন করে আবার নিবন্ধন নিবে ।
আদালত বর্তমান আওয়ামীলীগ চুর সরকারের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই এভাবে অযৌক্তিভাবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে্। এরকম প্রতিহিংসা পরায়ণ হওয়া আদালতের সমীচিন হয়নি।
বিষয়: রাজনীতি
১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন