কবিতা মেঘের লুকোচুরী

লিখেছেন লিখেছেন আহমেদ সাজন শেখ ২৫ জুন, ২০১৩, ০৩:৫২:০৯ দুপুর

আকাশ এতো মেঘলা, যেয়োনাকো একলা,

এখনই নামবে ঝড়-তুফান।

ঢেউয়ের জল তরঙ্গে নাচবে নাকি রঙে!

ভয় আছে পথ হরাবার।

আকাশেতে মেঘের ওড়াওড়ি

করে কেবল লুকোচরী

বাতাসের তোড় ভেসে আসে কানে

সু সু সা সা শব্দ ধ্বনি চারিপাশে

তবুও বৃষ্টির দেখা নাই।

আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে

ছুটে বেড়ায় মেঘ,

আষাঢ়ের মেঘলা আকাশ দেখিতে ভারী

চমৎকার লাগে, কিন্তু

সেই রবি ঠাকুর যে, লিখেছিলেন একখানি কবিতা

আষাঢ়ও গগণও ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে,

শুন্য নদীর তীরে রহিনু পড়ি ,

যাহা ছিল নিয়ে গেল

সোনার তরী।

এখনতো কেবলি মিছে মিছি আকাশে

মেঘের দল এপাশ হতে ওপাশে ওড়ে

আরা ঘুরে বেড়ায়,

কিন্তু তেমন একটি আষাঢ়ের ঘন মেঘ

কিংবা রুমঝুম বৃষ্টি চোখে পড়েনা।

সেই ছোট্ট বেলার আষাঢ়ের ঝুমুর ঝুমুর বৃষ্টি

দিন রাত অবিরাম, একবার আরম্ভ হলে

থামার আর নাম নেই।

১ দিন ২ দিন ৩ দিন এভাবে

অপরুপ বৃষ্টি চলতে থাকে দিনের পর দিন

ছাতা ছাড়া ঘর হতে বেরোবার কোন জো নেই।

তবুও জানালার পাশে বসে সেই সিন্গ্ধ বৃষ্টি দেখিতে

কতই না ভালো লাগিত।

নদীর তীরে দিয়ে হেঁটে চলতে কি যে, লাগত

আষাঢ়ের তুমুল বৃষ্টির সময়ে।

আজ আষাঢ় আসে কিন্তু সেই আষাঢ়ের

ঘনমেঘ নেই, আজ আষাঢ় আছে কিন্তু সেই

মধুমাধা, ছায়ামাখা অপরুপ

সবুজ শ্যামল বাংলারে বৃষ্টির দেখা পাওয়া যায় না।

Cheer



বিষয়: বিবিধ

২৭৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File