মানুষের সুস্থ বিবেকের কাছে ইসলামপন্থী দানবের দল থমকে গেছে...............
লিখেছেন লিখেছেন বিবিয়ানা ০৪ জুলাই, ২০১৩, ০৭:৫৭:১৬ সন্ধ্যা
তাহরির স্কোয়ারে সেক্যুলার জনতার আনান্দের বন্যা।
আল্লায় কইসে, আল্লায় দিবো, আল্লায় মারবো, আল্লায় খাওয়াইবো.............মোল্লাদের এসব সস্তা কথার দিন ফুরিয়ে গেছে। যে কারনে একদিকে ৭২ হুরপরীর সুখ-পুলক-অনৈতিক যৌনতার প্রলভন এবং অন্যদিকে ট্রিলিয়ন বছরের আগুনের ভয় দেখিয়েও ইসলাম নামক বস্তুটি খোদ মুসলামাদের আর কাছে টানতে পারে না, কাফের-নাসারা-নাস্তিক দের কথা নাই বল্লাম। আমি বুঝিনা, এ যুগেও মানুষ এত মোটা বুদ্ধির হয় কি করে? কোন মেয়েই চাইবে না যে মৃত্যুর পর তার স্বামী ৭২ বেশ্যা নিয়ে পরে থাকুক। আশা করি ইসলামপন্থী মুর্খদের কাছে এ একটি উদাহরনই যথেষ্ট
অতি সম্প্রতি মিশরের সেক্যুলার জনতা ইসলামপন্থী মুরসি কে বিদায় করে আবারো প্রমান করেছে রাজনৈতিক ইসলামী দানবের দিন ফুরিয়ে গেছে। "ইসলাম শান্তির ধর্ম" এসব কথার খৈ ফুটালে চলবে না, বাস্তবে যেখানে ইসলাম সেখানেই রক্তের বন্যা, নারী নির্যাতন, চাবুক-দোররার অন্ধকুপ। বিষয়টি খেয়াল করতে হবে
বিষয়: বিবিধ
১৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন