বাবা দিবস
লিখেছেন লিখেছেন সাফওয়ান আহমেদ তরফদার ১৭ জুন, ২০১৩, ১০:০২:২৪ সকাল
গতকাল ছিল বাবা দিবস। পশ্চিমারা যে আরও কত দিবস বানাবে আল্লাহ্ই ভাল জানেন!!! হিসাব করলে তো ৩৬৫ দিনে ৩৬৬ টা দিবস হয়ে যায়।
যাই হোক, আমার কাছে প্রতিটা দিবসই মা দিবস, প্রতিটা দিবসই বাবা দিবস। কারন এইটা আমাদের মুসলিম ও বাঙ্গালীদের একটা অবিচ্ছেদ্য কালচার যে আমরা প্রতিনিয়তই মা বাবার সাথে থাকি, প্রতিনিয়তই তাদেরকে ভালবাসি, সবসময়ই তাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করি, সর্বদাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করি, সর্বদাই তাদের জন্য আল্লাহর কাছে দুআ করি। তাই আলাদা ভাবে দিবস পালনের মাধ্যমে তাদের প্রতি ভালবাসা প্রকাশ নিতান্তই আদিখ্যেতা ছাড়া আর কিছু নয়।
পশ্চিমা দেশে সন্তানদের একটা বয়স পার হয়ে যাবার পর আর বাবা মার সাথে যোগাযোগ থাকেনা। অনেকেই হয়ত তাদের মা বাবার লিভ টুগেদারের ফসল, অনেকেই হয়ত তাদের বাবার পরিচয়ই জানেনা, অনেকেরই মা অথবা বাবা অন্য কোন পুরুষ অথবা নারীর সাথে সময় কাটাতে ব্যস্ত। এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এসকল কারনে তারা একটি বিশেষ দিবস পালন করে যেখানে সন্তানরা তাদের মা বাবার সাথে দেখা করে।
বিষয়: আন্তর্জাতিক
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন