হাদীস অস্বীকারকারী এক ভাইয়ের ফতোয়া এবং আমার ছোট একটা প্রশ্ন...
লিখেছেন লিখেছেন আবদুস সবুর ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:০২ রাত
এক ভাই, যিনি হাদীস অস্বীকারকারী Group সদস্য এবং প্রচারক, ভাই Al Masud Oli ভাই ফতোয়া দিলেন
→→→→→
কুফরি কালিমাঃ "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ"
যেখানে এক আল্লাহর পাশে দ্বিতীয় কোন আল্লাহর নাম ঠাই পায় না সেখানে কোন মানুষের নাম আল্লাহর নামের পাশে কিভাবে উচ্চারিত হয়!”
→→→→→
কুরআনে সুরা নিসাতে তো এই কাজই করা হয়েছে। যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, সেই শব্দ রাসূল স.এর জন্যও ব্যবহৃত হয়েছে . . .
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ
তাহলে (আপনার ফতোয়া অনুসারে) আজকে থেকে আমরা কুরআনেও কুফুরী কথা আছে বলতে পারি। কি বলেন সম্মানীত ভাই Al Masud Oli ?
আল্লাহ তায়ালা আমাদের বাংলা অনুবাদ পড়া মুফতিদের থেকে হিফাজত করুন। আমিন...
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাহাবায়ে কেরামগন বলতেনঃ الله و رسوله اعلم
এটাও কি শিরক?
আল্লাহ তায়ালা বলেছেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ
وَمَن يُطِعِ اللّهَ وَالرَّسُولَ فَأُوْلَـئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللّهُ عَلَيْهِم مِّنَ......
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
কয়েকটি আয়াত উল্লেখ করলাম মাত্র। এ ধরনের আরো অনেক আয়াত আছে, যেগুলোতে আল্লাহ তায়ালার নােমের সাথে রাসূল (রা) এর কথাও উল্লেখ করা হয়েছে।
উক্ত হযরতেরা আয়াতগুলো সম্পর্কে কি বলবে?????
দুনিয়াতে আরো কত কিছুর আবির্ভাব হবে!!!!!!!!!!!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন