ঢাকা আহছানিয়া মিশন কি মুসলিম ব্যানারে খৃষ্টধর্ম প্রচার করছে ???

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ১৩ জুন, ২০১৫, ১২:০৫:৫৯ রাত

ঢাকা আহছানিয়া মিশন।

তাদের ৪০ লক্ষ টাকার লটারির ড্র এর কথা হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু আজ শুনতে পেলাম, মুসলিম ব্যানারে সেবার আড়ালে খৃষ্টধর্মের প্রচারের কথা !!!



এ ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কি ???

বিষয়: বিবিধ

২৫৩৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325452
১৩ জুন ২০১৫ রাত ১২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনারা তো মেডিটেশন নিয়ে কাজ করছিলেন। এখন আবার অন্য লাইন ধরেছেন!!!
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪৬
268428
আবদুস সবুর লিখেছেন : তাই তো দেখা যায়
325459
১৩ জুন ২০১৫ রাত ০১:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আহছানিয়া মিশন কি খৃস্টানদের খপ্পরে পড়ল নাকি? ধন্যবাদ সচেতনতামূলক পোস্টের জন্য..
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪২
268423
আবদুস সবুর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
325463
১৩ জুন ২০১৫ রাত ০১:৩৯
আবু জান্নাত লিখেছেন : ওরা মূলত খৃষ্ঠানদেরই এজেন্ট, বস্তায় বস্তায় টাকা আসে ইউরোপ থেকে। তাই ওদের দালালীতো করতেই হবে। দেওয়ানবাগী ও রাজারবাগীর মত এমন হাজারো এজেন্ট খৃষ্ঠানরা তৈরী করে রেখেছে বহু আগথেকে।
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪২
268424
আবদুস সবুর লিখেছেন : কিছু শক্তিশালী প্রমান দরকার
325471
১৩ জুন ২০১৫ রাত ০২:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওনারা প্রতারণার মাধ্যমে ধর্ম প্রচার করতে বেশি পছন্দ করে ...! ওনাদের মূল জিনিস প্রচার করলে পাবলিক গিলেইনা... Give Up তাই প্রতারণার আশ্রয়!!! সত্য সব সময় সুন্দর সত্যের জয় হোক।
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪৩
268425
আবদুস সবুর লিখেছেন : সত্য সব সময় সুন্দর সত্যের জয় হোক।
জাযাকাল্লাহ
325504
১৩ জুন ২০১৫ সকাল ০৭:৫৯
নীলাঞ্জনা লিখেছেন : ঠিকি তো, ইসলাম দিয়ে কি হবে! পৃথিবীর একমাত্র পঁচলশীল পশ্চাৎপদ ধর্ম ইসলাম।।
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪৩
268426
আবদুস সবুর লিখেছেন : হ্যা, তবে পচে যাওয়া মানুষদের কাছে...
325518
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪৩
268427
আবদুস সবুর লিখেছেন : জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File