ভাবনার মায়াজাল
লিখেছেন লিখেছেন পূর্বমেঘ ১৫ জুন, ২০১৩, ০১:২৯:৩৬ দুপুর
একবার তুমি ভ্রান্তকে বলো সত্য তার নাম,
একবার তুমি মিথ্যাকে দাও একটুখানি দাম।
একবার তুমি হাসিকে বলো, কান্না তার এক ছল,
একবার তুমি মিলনকে বলো, বিচ্ছেদই তার বল।
একবার দেখো অন্ধের চোখে- ধরণী কী সুন্দর,
একবার দেখো গরাদের ছাদে- অসীম নীলাম্বর।
একবার দেখো যাসব ঘৃণিত তাকিয়ে শুদ্ধ চোখে,
একবার দেখো আনন্দধারা মিলায় অতল শোকে।
একবার তুমি হাসতে শেখো, কাঁদতে তারও বেশি,
একবার তুমি কঠিনের চোখে আঁক-না কোমল শশী।
একবার তুমি, তুমি একবার চিনে নাও তুমি কে?
একবার তুমি দেখো তারই মাঝে, দুয়ারে দাঁড়ায় যে।
একবার তুমি শোনো সেই কথা, অস্ফুট রয় যা,
একবার তুমি বলো সেই কথা, কখনো বলোনি যা।
একবার তুমি প্রশ্ন করো, উত্তর করো নিজে,
একবার তুমি দাম দাও তারে, কখনো লাগেনা কাজে।
একবার তুমি হাঁটো সে পথে, যে পথ হারায় পথে,
একবার তুমি ঠিকানা হারাও, নিজেকে হারাও সাথে।
একবার তুমি, তুমি একবার, ভাবো নিজে সবসেরা,
একবার তুমি দেখো সত্যি, তুমিই সর্বহারা।
বিষয়: সাহিত্য
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন