পূর্বমেঘের যাত্রা
লিখেছেন লিখেছেন পূর্বমেঘ ১০ জুন, ২০১৩, ১০:২০:৫৪ রাত
মেঘদূত কাব্যটি মহাকবি কালিদাসের এক অনবদ্য সৃষ্টি। কাব্য-ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আজও মেঘদূতের জনপ্রীয়তা এতটুকু হ্রাস পায়নি। বঙ্কিমচন্দ্র মেঘদূতকে বলেছেন ‘কাব্যরসের সাগর’। এর কাহিনীপট, চিত্রকল্প, এবং অপূর্ব বর্ণনাভঙ্গি পাঠককে এক অপূর্ব মায়ায় আচ্ছন্ন করে।
রামগিরি পর্বতে নির্বাসিত এক অভিশপ্ত যক্ষের প্রিয়াবিরহ এই কাব্যের মূল উপজীব্য। কাব্যটি "পূর্বমেঘ" ও "উত্তরমেঘ" নামে দুটি অংশে বিভক্ত। নির্বাসিত যক্ষ তার বিরহদগ্ঘ হৃদয়ে এক নতুন জগতের চিত্র এঁকেছিলেন ‘পূর্বমেঘে’। স্বর্গ থেকে নির্বাসিত হয়ে যক্ষ যেখানে এসেছে এটি তারই অপূর্ব বর্ণনাংশ। রবীন্দ্রনাথের ভাষায় - ‘অজ্ঞাত নিখিলের সহিত নবীন পরিচয়, এই হইল পূর্বমেঘ। নবমেঘের আর-একটি কাজ আছে। সে আমাদের চারি দিকে একটি পরমনিভৃত পরিবেষ্টন রচনা করিয়া ‘জননান্তরসৌহৃদানি' মনে করাইয়া দেয়, অপরূপ সৌন্দর্যলোকের মধ্যে কোনো-একটি চিরজ্ঞাত চিরপ্রিয়ের জন্য মনকে উতলা করিয়া তোলে।”
পূর্বমেঘ আমার নির্বাসিত ভূবনের গল্পকথক।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন