"বাংলাদেশে শরিয়াহ ক্বায়েম নেই, তাই রাষ্টধর্ম ইসলাম থাকলেই কি আর বাদ পড়লেই কি" এমন প্রশ্ন যাদের মনে তাদের জন্য এই লিখাঃ

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১২ মার্চ, ২০১৬, ০৭:৩১:১৫ সন্ধ্যা

বাংলাদেশে পর্দার আইন নেই। বড় একটি অংশ পর্দার বিধান লঙ্ঘন করছে। এখন আমরা বলতে পারি না, মেয়েরা বিকিনি পড়লেই কি আর শালোয়ার-কামিজ পড়লেই বা কি। বাংলাদেশে প্রকাশ্যে সিনেমা হলে মুভি দেখানো হয়। পর্ণ দেখানো শুরু হলে আমরা বলতে পারি না মুভি যেখানে দেখানো হচ্ছে পর্ণ দেখালেই বা কি। অশ্লীলতা বা পাপাচারকে কোনক্রমেই বাড়তে দেওয়া যাবে না। যথাসম্ভব, টুঁটি চেপে এদের রুখতে হবে। এই যুক্তিগুলো জাহিলদের। তারা বলে গান শোনি, মুভি দেখি তাই নামায পড়ি না। একটি গুণাহ আরেকটি গুণাহের অনুমতি দেয় না। বরঞ্চ, গুণাহ খোলে দেয় তাওবার দরজা। আপনি যদি কোন গুণাহ করেন তো আপনার উচিত বেশি করে নেক আমল করা যেনো আপনার অন্য গুণাহ আল্লাহ ক্ষমা করে দেন। আপনি যদি গা ছেড়ে দেন, আর গুণাহের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহকে ভুলে যান, ক্ষমা না চান। তবে কখনো আল্লাহর রহমত পাবেন না। কিন্তু যদি আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চান নিশ্চয় পৃথিবীর সমস্ত গুণাহের চেয়েও আল্লাহর রহমতের ভাণ্ডার অনেক বিশাল। তেমনি আমাদের রাষ্ট্র শরিয়ত থেকে দূরে, এর মানে এই না যে রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে কিছু না। বরঞ্চ আমাদের উচিত আমরা রাষ্ট্রধর্ম ইসলাম রাখার জন্য অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাবো, পাশপাশি দেশে যেনো শরয়তি রাষ্ট্রব্যবস্থা ক্বায়েম হয় সে প্রচেষ্টাও করতে থাকবো। দেশের মানুষ শরিয়াহ সম্পর্কে সচেতন নন। এই সুযোগে তাদের মাঝেও শরিয়তি রাষ্ট্রের জরুরত তোলে ধরে তাদের মধ্যেও সচেতনতা জাগ্রত করতে পারি। পজিটিভলি চিন্তা করুন। শয়তান তো চায় আমরা বিচ্ছিন্ন হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাই।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362269
১২ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : পরামর্শতো ভালই, তবে কাজির গরু যদি গোয়াালে না দেখা যায় তবে কিতাবে পাঁচটা বা হাজারটা থাকলেই বা কি? কথায় নয় কাজে চাই৷ আল্লাহ বলছেন, 'কাব্বিরহু তাকবিরা' তাকে বড় কর ততটা যতটা তার প্রাপ্য বা তার উপযুক্ত মর্যাদা দাও৷ তাই তার আইন দেশের সর্বোচ্চ স্থানে স্থাপন কর যাতে তা সর্বত্র বিস্তারিত হয়৷ ভুল বলে থাকলে দুঃখিত৷
362280
১২ মার্চ ২০১৬ রাত ১০:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
362333
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আল্লাহ আমাদের মাফ করুন, আমিন।
362337
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৬
জাহিদ সারওযার সুমন লিখেছেন : জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File