অবশেষে কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী।
লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ০৩ আগস্ট, ২০১৫, ১০:০৮:৪৫ সকাল
নতুন ক্লাসে ভর্তি নিয়ে বেতিব্যস্ত কওমী ক্যাম্পাস, শিক্ষার্থীরা আর ঘড়ে বসে নেই, আপন নীড় ত্যগ করে পারি জমিয়েছেন স্বীয় বিদ্যালয়ে।
ঠিক এই মূহুর্তে হলুদ মিডিয়াগুলো শুরু করেছে ব্যপক চক্রান্ত, পিন্ট মিডিয়াগুলো কওমী বিরুধী লেখার জন্য বেশ কিছু কলাম বরাদ্দ করেছে।
অনলাইন ও ইলেক্ট্রেক মিডিয়াগুলো বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে কওমীর অপরাধ(!)
তবে এবারের ইস্যু (ইতিহাস ও ভুল শিক্ষা ব্যবস্থা) নিয়ে।
পঞ্চম শ্রেণীর ইতিহাস বইয়ের ৬১পৃষ্ঠায় একটি অধ্যায় আছে "স্বাধীন বাংলাদেশের জন্ম" এখানে কিছু মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।
লেখক "স্বাধীনতার ঘোষক" বলেছেন (শহীদ জিয়াকে)!
কিন্তু কওমী মাদ্রাসা ছাড়া সব বইয়ের পাতায় স্বাধীনতার ঘোষক "শেখ মুজিবর রহমান"!
ভুল ইতিহাস কেন শিক্ষা দেওয়া হচ্ছে এই নিয়ে খেসারত দিতে হয়েছে বেফাকের মহা সচিব "মাওলানা।আব্দুল জব্বার"সাহেবকে।
হাজারো কোটি সালাম হুজুরকে তিনি পরিস্কার বলে দিয়েছেন "স্বাধীনতার ঘোষক "শহিদ জিয়া" আমরা যা শিক্ষা দিচ্ছি এটাই সঠিক!
একেই সাথে শিক্ষামন্ত্রী কঠিন পদক্ষেপ নেওয়ার অঙ্গিকারও করেছেন।।
প্রিয় পাঠক বন্ধু! আমরা।তো ভুল শিক্ষায় শিক্ষিত, তাই সঠিকটা তুমি-ই বলো।
মুলত স্বধীনতার ঘোষক কে ??
১ ,শেখ মুজিবুর রহমান ।
২, শহিদ জিয়াউর রহমান।
সর্বসাধারণের মতামতে বুঝা যাবে আমরা ভুল করছি? নাকি তারা আমাদের সাথে চক্রান্ত করছে ??
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-কেউ ঘোষনা না দিলে কি যুদ্ধ হতো না?
আজাইরা প্যাচাল।
মন্তব্য করতে লগইন করুন