অবশেষে কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী।

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ০৩ আগস্ট, ২০১৫, ১০:০৮:৪৫ সকাল

নতুন ক্লাসে ভর্তি নিয়ে বেতিব্যস্ত কওমী ক্যাম্পাস, শিক্ষার্থীরা আর ঘড়ে বসে নেই, আপন নীড় ত্যগ করে পারি জমিয়েছেন স্বীয় বিদ্যালয়ে।

ঠিক এই মূহুর্তে হলুদ মিডিয়াগুলো শুরু করেছে ব্যপক চক্রান্ত, পিন্ট মিডিয়াগুলো কওমী বিরুধী লেখার জন্য বেশ কিছু কলাম বরাদ্দ করেছে।

অনলাইন ও ইলেক্ট্রেক মিডিয়াগুলো বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে কওমীর অপরাধ(!)

তবে এবারের ইস্যু (ইতিহাস ও ভুল শিক্ষা ব্যবস্থা) নিয়ে।

পঞ্চম শ্রেণীর ইতিহাস বইয়ের ৬১পৃষ্ঠায় একটি অধ্যায় আছে "স্বাধীন বাংলাদেশের জন্ম" এখানে কিছু মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।

লেখক "স্বাধীনতার ঘোষক" বলেছেন (শহীদ জিয়াকে)!

কিন্তু কওমী মাদ্রাসা ছাড়া সব বইয়ের পাতায় স্বাধীনতার ঘোষক "শেখ মুজিবর রহমান"!

ভুল ইতিহাস কেন শিক্ষা দেওয়া হচ্ছে এই নিয়ে খেসারত দিতে হয়েছে বেফাকের মহা সচিব "মাওলানা।আব্দুল জব্বার"সাহেবকে।

হাজারো কোটি সালাম হুজুরকে তিনি পরিস্কার বলে দিয়েছেন "স্বাধীনতার ঘোষক "শহিদ জিয়া" আমরা যা শিক্ষা দিচ্ছি এটাই সঠিক!

একেই সাথে শিক্ষামন্ত্রী কঠিন পদক্ষেপ নেওয়ার অঙ্গিকারও করেছেন।।

প্রিয় পাঠক বন্ধু! আমরা।তো ভুল শিক্ষায় শিক্ষিত, তাই সঠিকটা তুমি-ই বলো।

মুলত স্বধীনতার ঘোষক কে ??

১ ,শেখ মুজিবুর রহমান ।

২, শহিদ জিয়াউর রহমান।

সর্বসাধারণের মতামতে বুঝা যাবে আমরা ভুল করছি? নাকি তারা আমাদের সাথে চক্রান্ত করছে ??

আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ।

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333330
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:১৮
আবাবীল লিখেছেন : শেখ মুজিব ৭ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দেন নি। পরে জীয়াউর রহমান শেখ মুজিবের পক্ষ থেকে ২৫মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।
333337
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
নাবিক লিখেছেন : হাওয়ামীলীগ বলে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক আবার বিম্পি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এরশাদ কাক্কু তখন পাকিস্তানে ছিলেন নাইলো বোধয় জাতীয় পার্টিও বলতো কাক্কু আমার স্বাধীনতার ঘোষক। Tongue
333342
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৫
জাহিদ সারওযার সুমন লিখেছেন : সত্য কথা বলার ধন্যবাদ @আবাবিল
333343
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৬
জাহিদ সারওযার সুমন লিখেছেন : সত্য কথা বল যদিও তা তিক্ত হয়। @নাবিক
333347
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০৫
শান্তিপ্রিয় লিখেছেন : বর্তমান সরকারের আদালতের রায় অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিব। আর বাস্তবার নিরীখে বললে বলবো, স্বাধীনতার ঘোষক: শহীদ জিয়াউর রহমান।
333351
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
জ্ঞানের কথা লিখেছেন : এগুলো নিয়ে টেনে বেরানো বোকামি ছাড়া কিছুই নয়। কত উন্নত দেশ আছে যারা এত কিছু কখন ভেবেছে কি? এগুলোই হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা।

-কেউ ঘোষনা না দিলে কি যুদ্ধ হতো না?
333388
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৯
আবু জান্নাত লিখেছেন :
আজাইরা প্যাচাল।
333401
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এসব রাজনীতির মারপ্যাচে পড়লে সত্যি খুজে বের করা কঠিন! যদিও সত্য জানা আছে। এখানে বলতে চাইনা।
333451
০৩ আগস্ট ২০১৫ রাত ০৮:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোষ সব একজনেরই!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File