শিরোনাম নাই!সবাই পড়ুন!তারপর শিরোনাম কি দিলে ভালোহত যার যার মত ছিলেক্ট করুন।

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ২৭ মার্চ, ২০১৫, ০৫:২৯:৫৬ বিকাল

ছোট বেলা যখন মুদি দোকান থেকে রাজা কনডম কিনতাম ফু দিয়ে ফুলানোর জন্য,তখন মুরুব্বীরা বলতো -ঐ গুলা মুখে দিছ না, ঐ গুলার মধ্যে বিদেশিরা প্রসাব করে রাখছে :p কে শুনে কার কথা? আমরা ছিলাম সেই আমল থেকেই জিনিয়াস। তাই কনডম ফুলাইয়া ভিতরে পানি দিয়া ঝাকি দিয়া দিয়া স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই দিয়া ধুইতাম, মানে মুত পরিস্কার Winking

অবশ্য ছোট বেলায় জানতাম -যত ঝাকি,তত নেকি তাই পানি থাকা অবস্থায় বেলুন অনেক বড় করতাম ফু দিয়ে।

আর একটু পর পর ঝাকি দিতাম (নেকির লাইগা নারে পাগলা Cool Cool ভিতরে পানি থাকলে ঝন ঝন করতো,এইটা শুনতেও একটা আলাদা মজা লাগতো। তখন ব্যাপারটা বুঝি নাই,কিন্তু আজ বুঝি। মুরুব্বীরা কেন ঐ বেলুন ব্যবহার করার কথা সরাসরি না বলে 'বলতো -ঐটার মধ্যে প্রসাব করে দিছে বিদেশীরা।

আসলে তারা সত্য গোপন করে রাখতো আমাদের অল্প বয়সে যৌন শিক্ষা থেকে বিরত রাখার জন্য। কারন,হয়তো তখন ঐটার সঠিক ব্যবহারের কথা বললে আমরা বুঝতাম না,অথবা তাদের যুক্তি মানতে চাইতাম না। কারন -তৎকালীন সময়ে ঐটার সাইজ আর Happy আমাদের ঐটার সাইজ আকাশ পাতাল তফাৎ ছিল। :p আর মুরুব্বিরাও কিভাবে বলে ঐ সব -ছিঃ লজ্জা আছে না :D (তবে - এই জামানার পোলাপাইনের কাছে এই কথা কইলে আগে কইবো -মুরুব্বী এইটার মধ্যে যে প্রসাব আছে সেইটার লিঙ্ক দেন):v

মূল কথা যেইটা- আমাদের সমাজের

বর্তমান পিতা মাতারা তার ছেলেকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখে। কেউ চায় না তার ছেলে মাদ্রাসায় পruক, অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক। এর কারন হিসেবে তারা বলে

-হুজুর হয়ে কি করবা?

-কোথায় চাকরী পাইবা?

-সারা জীবন কি মসজিদে আযান আর নামাজ পরাইয়া জীবন কাটাইয়া দিবা?

-জীবনে উন্নতি করা লাগবো না?

-- ঠিক ঐ কনডমের মত অবস্থা। সঠিক গোপন করে মিথ্যা কিছু দিয়ে আমাদের ভুলিয়ে রাখা হচ্ছে। ছোট বেলার মুরুব্বীরা যেমন লজ্জার কারনে সত্য কথা বলতে পারে নায়,তেমনি এখনকার পিতা-মাতা গুলো সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সত্য কথা বলতে পারছে না। ইসলামী শিক্ষা যে সবার জন্য গুরুত্ব পূর্ণ সেটা যেনেও পিতা-মাতা সেটা থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখছে মিথ্যা কথা বলে। কারন তারাও জানে

-যদি সত্যি কথা বলে তবে সবার আগে তাদের মুখোশ খুলে যাবে।

সন্তান যদি সঠিক ইসলাম জেনে ফেলে তবে সবার আগে পিতা-মাতার দিকে তাকিয়ে বলবে

-তোমরা কি মুসলিম নাকি বাঙ্গালী? কারন সেই পিতা-মাতাই সন্তানকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখে যে নিজেই ইসলামের কিছু জানে না বা ইসলামের মধ্যে নেই। শিশু-কিশোরদের কনডম নিয়ে খেলা থেকে দূরে রাখুন,কিন্তু ইসলামী শিক্ষা গ্রহন থেকে দূরে রাইখেন না।

কারন, আজ যেই ছেলেটি কিশোর, আগামীকাল সে হয়তো ওমর(রাঃ) অথবা আলী(রাঃ) এর মত ইসলামের খাদেম হবে। আর নয়তো আপনার একটা ভুল সিদ্ধান্তের কারনে 'সন্তান হবে জাফর ইকবাল অথবা তসলিমা নাসরিন।

পছন্দ আপনার। তবে একটা কথা মনে রাখবেন

-এই দিন দিন না। আজ যেই ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানকে ইসলামী শিক্ষা থেকে বিরত রাখছেন, সে ভবিষ্যৎ কিন্তু আরও একটা আছে। সেটার শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে কি নিয়ে যাচ্ছেন সেটাও আপনার ভাবা উচিত।

--জা|হি|দ|সা|র|ও|য়া|র|সু|ম|ন|

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311352
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে একমত।
311356
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
অষ্টপ্রহর লিখেছেন : অসাধারণ লিখেছেন।আপনার সাথে পুরোপুরি একমত। বিশেষ করে ধন্যবাদ নিবেন।
311357
২৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
মাটিরলাঠি লিখেছেন :
আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই সমস্যা নিয়ে অষ্টপ্রহর চিন্তায় আছি। অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck

311358
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর উপস্থাপনা দিয়ে লিখেছেন যদিও পড়তে প্রথমে কেমন কেমন লাগছিলো কিন্তু পুরোটা পড়ে বুঝলাম খুবই গুরুত্বপূর্ণ লেখা! আল্লাহ সবাইকে সঠিক জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দিন।
আমিন।
311360
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
শেখের পোলা লিখেছেন : বাঃ বেশ সুন্দর উপমার মা্ধ্যমে শিক্ষা দিলেন৷ ধন্যবাদ৷
311369
২৭ মার্চ ২০১৫ রাত ১০:১৬
আফরা লিখেছেন : এত সুন্দর আর গুরুত্বপূর্ন একটা লেখায় একটা শালিন কোন উদাহরন দিয়ে লিখলে ভাল হত ।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫৭
252460
গাজী সালাউদ্দিন লিখেছেন : 'পনি' আপনার সাথে সম্পূর্ন একমত। লজ্জা যদি আমাদের মাঝ থেকেই চলে যায়, তাহলে বাচ্ছাদের কি লজ্জা শেখাবো তা আমার বোধগম্য নয়।
২৮ মার্চ ২০১৫ রাত ০২:৪৩
252475
আফরা লিখেছেন : ধন্যবাদ @ সাকা ভাইয়া ।
311373
২৭ মার্চ ২০১৫ রাত ১০:৪৬
আব্দুল গাফফার লিখেছেন : আমি শুধু লাইক দিলাম Rose Star Good Luck Good Luck
311385
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : অশ্লীল ইংগিত করে কিছু বুঝাতে যাওয়া মানে নিজে অশ্লীল বলে সেটার স্বাদ গরহণ করা!!!! এইভাবে লিখে হয়ত কিছু পাঠক কে আকৃষ্ট করা যাবে, কিন্তু ভাল উদ্দেশ্যে লিখতে গিয়ে একরকম যৌনতা কেই উসকে দেয়া। আশা করি বিষয়টি মাথায় রাখবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File