শিরোনাম নাই!সবাই পড়ুন!তারপর শিরোনাম কি দিলে ভালোহত যার যার মত ছিলেক্ট করুন।
লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ২৭ মার্চ, ২০১৫, ০৫:২৯:৫৬ বিকাল
ছোট বেলা যখন মুদি দোকান থেকে রাজা কনডম কিনতাম ফু দিয়ে ফুলানোর জন্য,তখন মুরুব্বীরা বলতো -ঐ গুলা মুখে দিছ না, ঐ গুলার মধ্যে বিদেশিরা প্রসাব করে রাখছে :p কে শুনে কার কথা? আমরা ছিলাম সেই আমল থেকেই জিনিয়াস। তাই কনডম ফুলাইয়া ভিতরে পানি দিয়া ঝাকি দিয়া দিয়া স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই দিয়া ধুইতাম, মানে মুত পরিস্কার
অবশ্য ছোট বেলায় জানতাম -যত ঝাকি,তত নেকি তাই পানি থাকা অবস্থায় বেলুন অনেক বড় করতাম ফু দিয়ে।
আর একটু পর পর ঝাকি দিতাম (নেকির লাইগা নারে পাগলা ভিতরে পানি থাকলে ঝন ঝন করতো,এইটা শুনতেও একটা আলাদা মজা লাগতো। তখন ব্যাপারটা বুঝি নাই,কিন্তু আজ বুঝি। মুরুব্বীরা কেন ঐ বেলুন ব্যবহার করার কথা সরাসরি না বলে 'বলতো -ঐটার মধ্যে প্রসাব করে দিছে বিদেশীরা।
আসলে তারা সত্য গোপন করে রাখতো আমাদের অল্প বয়সে যৌন শিক্ষা থেকে বিরত রাখার জন্য। কারন,হয়তো তখন ঐটার সঠিক ব্যবহারের কথা বললে আমরা বুঝতাম না,অথবা তাদের যুক্তি মানতে চাইতাম না। কারন -তৎকালীন সময়ে ঐটার সাইজ আর আমাদের ঐটার সাইজ আকাশ পাতাল তফাৎ ছিল। :p আর মুরুব্বিরাও কিভাবে বলে ঐ সব -ছিঃ লজ্জা আছে না :D (তবে - এই জামানার পোলাপাইনের কাছে এই কথা কইলে আগে কইবো -মুরুব্বী এইটার মধ্যে যে প্রসাব আছে সেইটার লিঙ্ক দেন):v
মূল কথা যেইটা- আমাদের সমাজের
বর্তমান পিতা মাতারা তার ছেলেকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখে। কেউ চায় না তার ছেলে মাদ্রাসায় পruক, অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক। এর কারন হিসেবে তারা বলে
-হুজুর হয়ে কি করবা?
-কোথায় চাকরী পাইবা?
-সারা জীবন কি মসজিদে আযান আর নামাজ পরাইয়া জীবন কাটাইয়া দিবা?
-জীবনে উন্নতি করা লাগবো না?
-- ঠিক ঐ কনডমের মত অবস্থা। সঠিক গোপন করে মিথ্যা কিছু দিয়ে আমাদের ভুলিয়ে রাখা হচ্ছে। ছোট বেলার মুরুব্বীরা যেমন লজ্জার কারনে সত্য কথা বলতে পারে নায়,তেমনি এখনকার পিতা-মাতা গুলো সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সত্য কথা বলতে পারছে না। ইসলামী শিক্ষা যে সবার জন্য গুরুত্ব পূর্ণ সেটা যেনেও পিতা-মাতা সেটা থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখছে মিথ্যা কথা বলে। কারন তারাও জানে
-যদি সত্যি কথা বলে তবে সবার আগে তাদের মুখোশ খুলে যাবে।
সন্তান যদি সঠিক ইসলাম জেনে ফেলে তবে সবার আগে পিতা-মাতার দিকে তাকিয়ে বলবে
-তোমরা কি মুসলিম নাকি বাঙ্গালী? কারন সেই পিতা-মাতাই সন্তানকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখে যে নিজেই ইসলামের কিছু জানে না বা ইসলামের মধ্যে নেই। শিশু-কিশোরদের কনডম নিয়ে খেলা থেকে দূরে রাখুন,কিন্তু ইসলামী শিক্ষা গ্রহন থেকে দূরে রাইখেন না।
কারন, আজ যেই ছেলেটি কিশোর, আগামীকাল সে হয়তো ওমর(রাঃ) অথবা আলী(রাঃ) এর মত ইসলামের খাদেম হবে। আর নয়তো আপনার একটা ভুল সিদ্ধান্তের কারনে 'সন্তান হবে জাফর ইকবাল অথবা তসলিমা নাসরিন।
পছন্দ আপনার। তবে একটা কথা মনে রাখবেন
-এই দিন দিন না। আজ যেই ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানকে ইসলামী শিক্ষা থেকে বিরত রাখছেন, সে ভবিষ্যৎ কিন্তু আরও একটা আছে। সেটার শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে কি নিয়ে যাচ্ছেন সেটাও আপনার ভাবা উচিত।
--জা|হি|দ|সা|র|ও|য়া|র|সু|ম|ন|
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই সমস্যা নিয়ে অষ্টপ্রহর চিন্তায় আছি। অনেক অনেক ধন্যবাদ।
আমিন।
মন্তব্য করতে লগইন করুন