মিস্টার সজিব ওয়াজেদ জয়, এখনো সময় আছে মুখে লাগাম লাগাও।

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৭:১২ সকাল

কওমী মাদরাসা কোন নাস্তিকের বাবার টাকায় চলে না। কওমী মাদরাসা সরকারি টাকায় চলে না। আমি সজিব ওয়াজেদ জয় কে একথা বলতে চাই যে, কওমী মাদরাসা তোমার মায়ের অনুদানে চলে না। কওমী মাদরাসা এদেশের ধর্ম প্রান তাওহিদি জনতার অনুদানে চলে। তাই তুমি কওমী মাদ্রাসা নিয়ে বাড়াবাড়ি করনা। সময় থাকতে মুখে লাগাম দাও। যদি বেশী বাড়াবাড়ি কর তাহলে এই বাংলায় তোমার ঠাই হবে না। কওমী মাদ্রাসাকে জোর করে তোমাদের আওতাবোক্ত অথবা কওমী মাদ্রাসা ধ্বংস করতে চাইলে এই দেশের ধর্মপ্রাণ তাওহীদি মানুষের সাথে স্বাধীনতা যুদ্ধের চেয়েও আরো ভয়ানক একটি যুদ্ধ করতে হবে তবুও এই রকম পরিকল্পনা সফল হতে দেয়া যাবেনা। মাদ্রাসা ছিল বলেই আমি কুরাঅন শরীফ শিখতে ও পড়তে পেরেছি। তদের মত নাস্তিক হইনি। মাদ্রাসা ছিল বলেই আমি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করতে শিখিনি। মাদ্রাসা আছে বলেই আজও হুজুররা আমাদেরকে নামাজ পড়াতে শিখায়, না হলে রাজীবের জানাজার ইমামতির মত কিছু ইমাম পেতাম। হয়ত একদিন আমি বা আপনি কেউ থাকবনা, এই মাদ্রাসার ছাত্ররা আমাদের জানাজা পড়াবে। নিশ্চয় আমি চাইবনা থাবা বাবার জানাজার ইমামদের মত ইমাম আমার জানাজাটা পড়াক। তাই আসুন মাদ্রাসা ধ্বংসের কথা যারা বলে তাদের বিরুদ্ধে রুখে দাড়াই।

বিষয়: বিবিধ

২৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File