জয় বাংলা পাগলি হাসুরে সামল

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১৯ জুন, ২০১৩, ১১:২৯:০২ রাত

ছোটবেলায় যে এলাকায় ছিলাম

সেই এলাকায় সেনু

পাগলি নামে এক পাগলি ছিল ৷

ছোট ছোট

ছেলে মেয়েরা পাগলিকে ইটা মার

শেখ হাসিনাকে যখন দেখি সেনু পাগলির কথা মনে পড়ে যায় ৷

শেখ হাসিনার কথা আর কাজ সেনু

পাগলির মতই ৷ তাই

আজকে থেকে নাসতিক

মাতা হাসিনাকে হাসু

পাগলি ডাকব ৷ হেফাজত কর্মীরা নাকি লাল রঙ

মেখে রাস্তায় শুয়ে ছিল মুনাফিক

প্রধানমন্ত্রী হাসু

পাগলি বলেছে ৷

প্রধানমন্ত্রী হাসু

পাগলি বলেছেন, ৫ মে হেফাজতে ইসলামের

নেতাকর্মীদের ওপর

কোনো গুলিবর্ষণ

করা হয়নি বরং হেফাজতের

কর্মীরা গায়ে লাল রঙ

লাগিয়ে মৃতের অভিনয় করেছে। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব

অর্ডারের বক্তৃতায়

পাগলি একথা বলেন ।

পাগলি বলেন, হেফাজতের

কর্মীরা গায়ে লাল রঙ

মেখে রাস্তায় শুয়ে ছিল। পরে পুলিশ

আসলে তারা ভয়ে দৌড়ে পালায়। ৫

মে রাতে মতিঝিলে যৌথ

বাহিনীর অভিযান

প্রসঙ্গে প্রধানমন্ত্রী হাসু

পাগলি বলেন, সেই দিন কোনো গুলাগুলির ঘটনাই ঘটেনি। জয় বাংলা

পাগলি হাসুরে সামলা —

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File