পৃথিবীর সবচেয়ে বেশি ধারণক্ষমতার হার্ডডিস্ক তৈরি করলো স্যামসাং
লিখেছেন লিখেছেন ইরা টিউনস ডট কম ১৮ আগস্ট, ২০১৫, ০২:৪৪:২৮ রাত
পৃথিবীর সবচেয়ে বেশি ধারণক্ষমতার হার্ডডিস্ক তৈরি করলো স্যামসাং। হার্ডডিস্কটির মডেল পিএম১৬৩৩এ। এটার ধারণক্ষমতা ১৬ টেরাবাইট। হার্ডডিস্কটির আকার ২.৫ ইঞ্চি। সম্প্রতি এই হার্ডডিস্কটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্লাশ মেমোরি সামিট ২০১৫ তে উপস্থাপন করা হয়।
এটি মূলত একটি সলিড স্টেট ড্রাইভ। যা কিনা এনএএইচডি ফ্লাশ ড্রাইভ। এই হার্ডডিস্কটিতে ট্রানজিস্টরগুলো উলম্ব আকারে বসানো হয়েছে।
এই হার্ডডিস্কটির দরদাম কি হবে তা এখনো জানায়নি স্যামসাং। তবে ধারনা করা হচ্ছে এটার দাম হবে কমপক্ষে ৭ হাজার ডলার। এই হার্ডডিস্কটি সার্ভারের জন্য ব্যবসায়ীদের কাছে প্যাকেজ আকারে বিক্রি করবে স্যামসাং।
সবাইকে আমাদের বিখ্যাত প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ সাইট এ আপনাদের সবার মূল্যবান লেখা টিউন করে এগিয়ে নিতে সহায়তা করুন।
ব্লগ সাইট
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইবিএম এর ৫ মেগা বাইট ক্ষমতার হার্ডড্রাইভ!!
মন্তব্য করতে লগইন করুন