আস্তিক-নাস্তিক আমি বুঝি না। আমার ধর্ম ও আমার নবীজিকে নিয়ে যারা কটুক্তি করবে তারা এদেশ থেকে বের হয়ে যাও।
লিখেছেন লিখেছেন ইরা টিউনস ডট কম ১৯ জুন, ২০১৩, ১১:৩৮:২০ রাত
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন । আমার লেখার শিরোনাম দেখে হয়ত অনেক অবাক হয়তে পারেন। হয়ত অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে ৯০% লোক মুসলমানের দেশে এইসব চলবে না। যদি এই সব চালাতে চাও তাহলে ইহুদি বা খৃষ্টানদের দেশে চলে যাও। আমি আওয়ামিলীগ, বিএনপি, জামাত, জাতীয়পার্টি বুঝি না। আমি কোন দলের পক্ষে বলছি না। আমার দল ইসলাম। এই ইসলামের পক্ষ হয়ে বলছি। আজ যারা আমার নবীজির বিরুদ্ধে কটুক্তি করছে এবং তাদের কোন বিচার হচ্ছে না। সেই রকম বিচার ব্যবস্থা আমি চাই না। আর কারা ইসলামের পক্ষের শক্তি আর কারা ইসলামের বিপক্ষের শক্তি তা জনগনের বুঝার বাকি নাই। কারন রাজনীতি বিদের মত জনগন গাজা খায় না। সময় মত ঠিকই হিসাব দিয়ে দিবে আর হিসাব নিয়ে নিবে। প্রত্যেক দলেরই কিছু সমর্থক থাকে যেমন, আওয়ামী লিগের কিছু লোক আছে যারা আওয়ামীলীগকে সমর্থন করে এবং তাদের ভোট আওয়মিলীগকে দেয়। কিন্তু আওয়ামীলীগ তাদের ভোটে নিবার্চিত হয় না। একটা সরকার নির্বাচিত হয় কিছু নিরপেক্ষ লোকের ভোটে তারা বিভিন্ন সরকারের কর্মকান্ড দেখে ভোট দেয়। আর রাজনৈতিক আলাপ করব না। আমার নবীজির সর্ম্পকে বা আমার ইসলাম সম্পর্কে যারা কটুক্তি করে বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় সে যত বড় খ্যাতিমানই হোক বা যত বড় শিক্ষিতই হোক , যত বড় চাকরিজীবিই হোক তার মূল্য আমরা কাছে আমার জুতার সমান ও না। তাই ইহুদিদের দেশে ইহুদিরা যেমন মুসলামনদের উপর অত্যাচার করে আর মুখ বুঝে সহ্য করে ঠিক তেমনই আমাদের দেশে মুসলামনরা যা সিদ্ধান্ত দিবে তা তোমাদের মুখবুঝে সহ্য করতে হবে। যদি না করতে পার তাহলে এদেশ ছেড়ে চলে যাও।কোন ইহুদি , নাস্তিকের জন্য কোন ছাড় দেওয়া হবে না। তোরা ২ বা ৩ % হয়ে এত কিছু করতে পারিছ তাহলে আমরা তোদের কেন ছাড় দিব? তোমরা মুক্তিযুদ্ধা,তোমরা সাহিত্যক বা যাই হও নাকেন আমরা নবীজির ব্যপারে যদি আর কোন রকম কটুক্তি করা তাহলে তোমাদেরকেই দেশ থেকে বিতারিত করা হবে। কারন কোন নাস্তিক এর জন্য এইদেশ না। যদি এদেশে থাকতে হয় তাহলে চুপ করে থাক
এই ব্লগ সাইটে সবাইকে লেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি
ব্লগ এর প্রতিটি পোষ্ট এর আপডেট আপনার ফেসবুকে পেতে এই পেইজএ লাইক করুন
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন