রোহিঙ্গা প্রসঙ্গ: 'আমাদের দেশ' বনাম 'মানুষের দেশ'...
লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ২৩ নভেম্বর, ২০১৬, ০২:৪৩:২৯ রাত
কেউ কেউ মায়ানমার সীমান্তে বেড়া দিতে বলছেন!
কথা উঠছে দেয়াল তোলার!
কারণ-
মায়ানমারের মুসলমান রোহিঙ্গাদের আশ্রয় দিলে
আমাদের দেশের ক্ষতি হবে।
ক্ষতি হবে কিনা সেটা দেখার বিষয় বটে।
কিন্তু 'আমাদের দেশ'টা আবার কি জিনিস??
ওটা কোথায় থাকে?
খায়-পরে না মাথায় দেয়?
আমরা জানি না।
অথচ 'আমাদের দেশ' নামের একটা ঝুলানো মুলোয়
কত্তোকি বকি আর করি! নিয়ত!!
০২.
মিল্টন বলেছিলেন-
যেখানে মুক্তির বসবাস সেখানে আমার দেশ।
'Where liberty dwells there is my country'.
যেখানে মানুষের মুক্তির কোনো প্রতিশ্রুতি নেই
যেখানে গুম না হওয়ার কোনো নিশ্চয়তা নেই
যেখানে খুন হয়ে যাওয়ার জন্য নিপীড়ক রাষ্ট্রের অশুভ দৃষ্টিই যথেষ্ট!
কিংবা
মৃত্যুর মুখোমুখি মানবতার জন্য যেখানে নেই এক টুকরো সান্ত্বনা-
সেটা আবার মানুষের দেশ?!
হাজার হাজার কোটি টাকা লুটপাট যে দেশে 'কিছুই না'!
যে দেশের বুদ্ধিজীবীরা অবৈধ ক্ষমতার দাসানুদাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধ্বংশে যে দেশ সর্বোচ্চ কুন্ঠাহীন
'উন্নয়নের মহাসড়কে' বাঁশই যেখানে ভরসা
আর
সমস্ত মানবিক নাগরিক ও গণতান্ত্রিক অধিকার দাফন হয়ে যাওয়ার পর-
যে দেশের কোনো ক্ষতি হলো না!
প্রতি বছর নব উদ্যমে মিলিয়ন বিলিয়ন ডলার পাচারে-
কিচ্ছুটি হয় না যে দেশের...
সেই ষোল কোটি মানুষের দেশে
দুই চার পাঁচ হাজার মানুষ আশ্রয় দিলে নাকি খুব ক্ষতি হয়ে যাবে!
'আমাদের দেশ' বলে কথা!
লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া!
০৩.
অথচ 'আমাদের দেশ' বলে কিছু নেই
আছে 'মানুষের দেশ'
যে ভূ-খন্ডে আজ আমি ক্ষমতা ফলাচ্ছি
দেখাতে পারছি না একটুখানি মমতা-
আগামীকাল কিংবা পরশু কিংবা তার পরের দিন
আপনি আমি আমরা
এবং
আমাদের প্রধানমন্ত্রী
তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টামন্ডলী, তার সংসদ সদস্যবৃন্দ
সাথে অন্যান্য সাহেব মোসাহেবের দলসহ সবাই
'আমাদের দেশে'র কিংবা অন্য কোনো 'আমাদের দেশে'র
মাটিতে পানিতে কিংবা কাদায় নিশ্চিহ্ন হয়ে যাবো!
মোল্লা-মৌলভীর কথার মতো মনে হচ্ছে!
ঠিকাছে, আর কেউ না হোক, হে রবীন্দ্র-পূজারীরা
আসুন, অন্তত তাকেই একটু পাঠ করুন তাহলে-
'বিশ্বজয়ী বীর
নিজেরে বিলুপ্ত করি শুধু কাহিনীর
পড়ে আছে বাক্যপ্রান্তে'...
এ ভূখন্ড আসলে আপনার আমার তোমার কারো নয়
মানুষের, শুধুই মানুষের!
০৪.
মানুষ পারে না,
দাজ্জালের প্রাক-প্রেতাত্মারাই শুধু
মানুষের প্রতিপক্ষে দাঁড়ায়...
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের তথা শাসকদের মন এবং চরিত্র আসলেই বিচিত্র।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
জাজাকাল্লাহু খাইর।
শাসকের মন বিচিত্রই বটে,
ক্ষমতার নেশা হলে ইমাম হোসাইনকেও ওরা চেনেনা, আর কিছু তো দূরে থাক...
ওদের সমস্ত শক্তি-বুদ্ধি-কূটচাল শুধু ক্ষমতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়!
অনেক ধন্যবাদ।
ভালো থাকু্ন...
তাৎক্ষণিক দেয়া তো!
তাছাড়া বেশীর ভাগ ছবিই দেখলাম বীভৎস!
তারপরও দেখি, পাল্টে দেবো...
যাজাকাল্লাহ!...
মন্তব্য করতে লগইন করুন