বাংলাদেশ-০২

লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ০৭ জানুয়ারি, ২০১৬, ১০:১০:৫২ রাত



ঘাতকেরা ভালো আছেন।

ভালো নেই আমার হৃদপিন্ড-

বাংলাদেশ

আজন্ম দুঃখীনী স্বদেশ আমার!

যেনো কাঁটাতার বেষ্টত একটি কারাগার

আজ-

কারাগারেও হত্যার আতঙ্ক

গুমের আশঙ্কা এই মৃত্যুপুরীতেও!

অথচ একটু ভালো থাকতেই জন্ম হয়েছিল বাংলাদেশের

একটু ভালো থাকার আশ্বাসেই অতিক্রম করেছিল সহস্র মাইল

কিন্তু হায়! আজ বড্ড অসহায় আমার শিরা-উপশিরা

স্বদেশভূমি বাংলাদেশ-

শুধু শকুনেরই উল্লাস

চারিদিকে পিশাচেরই খুনের যোগান!

ঊনিশশো পঁচাত্তরে যাদের বাসায় কাফনের কাপড় কেনা ছিলো

সময় পেলেই দেখতেন উল্টে-পাল্টে

তাঁরা সবাই-ই তো বাংলাদেশের চেনা,

কখনও কখনও আকস্মিক হতচকিত হয়ে উঠি

তাহলে আমি!-

নিজের কাফনের বন্দোবস্ত নিজেই-বা করে রাখি-না কেনো?

...

না-

নিরাপদ দাফনের প্রত্যাশা তখনও হয়তো অপহৃত হয়ে যায়নি।

কে না জানে-

দাফনের নিশ্চয়তা ছাড়াই এগুতে হয় এজিদের রাজত্বে...

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File