ইসলামি সামরিক জোট!!??

লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৬:২৬ রাত



...এবংকি ওআইসি’কে পাশ কাটিয়ে,

দূরদর্শী শুভচিন্তা বহির্ভূত হঠকারী একনায়কতান্ত্রিক মনোবৃত্তির প্রকাশ ঘটিয়ে,

বিশ্বের একমাত্র কার্যকর ইসলামিক রিপাবলিক ও তার মিত্রদের বাদ দিয়ে,

বিশেষ বিশেষ দেশের সম্মুখে ‘গোপন প্রতিশ্রুতি’র মুলো ঝুলিয়ে,

আমেরিকা-ইসরাইল ও সৌদির উম্মাহ-বিরোধী একান্তই সংকীর্ণ স্বার্থরক্ষার গ.সা.গু হতে সংজ্ঞায়িত ‘সন্ত্রাসবাদ’ মোকাবিলার জোট-

মোটেই ‘ইসলামি জোট’ হতে পারেনা।

কোনো জোটকে ইসলামি হতে হলে- মুসলমানদের নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধির পাশাপাশি অবশ্যই উম্মাহর মূল স্পিরিট ধারণ ও লালনকারী মূলধারার ইসলামী আন্দোলনগুলোর প্রতিনিধিত্ব থাকতে হবে।

মুসলিম উম্মাহর সত্যিকার প্রতিনিধি এসব ইসলামি আন্দোলনকে অন্তহীন সন্ত্রাসে নিমজ্জিত রেখে, আঞ্চলিক ও আন্তর্জাতিক আধিপত্যবাদের দাসানুদাস নিপীড়ক রাষ্ট্রের কুলাঙ্গারদের দিয়ে সন্ত্রাসের সংজ্ঞায়ন কিভাবে বৈধ হতে পারে??

এবং সন্ত্রাসের 'সেই' সংজ্ঞার উপর গঠিত জোটকে 'ইসলামী সামরিক জোট' বলে চালিয়ে দেওয়া- উম্মাহর সাথে আরো একটি জঘন্য ভন্ডামি ছাড়া আর কিছুই নয়!

একইভাবে, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে ইতোমধ্যে পরিত্যক্ত 'শিয়া-সুন্নি প্রসঙ্গে'র সেকেলেপনা উপস্থাপন করে নয়া দিগন্তের(১৮ডিসেম্বর) মাসুম খলিলীর মতো যারা অন্ধ অলীক আশাবাদের সুদূরপরাহত ফানুস ওড়ায়, তাদেরকে অধ্যয়নের ক্ষেত্রেও সতর্কতা অপরিহার্য!...

বিষয়: আন্তর্জাতিক

১০৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354925
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:১৮
অপি বাইদান লিখেছেন : আইসিস, বোকোহারাম, তালেবান, জামাত,হেফাজত....... থাকতে আবার নতুন ইসলামী জোটের দরকার কি!! এরাই তো প্রকৃত জেহাদী, আল্লার মুমিন বান্দা.........।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৯
294802
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : থ্যাংকস ভাইয়া...
আইসিস, বোকোহারাম, তালেবান, জামায়াত,হেফাজত প্রভৃতি এরা আসলে এক জিনিস না। প্রত্যেকের আবির্ভাব উৎস এবং পদক্ষেপ-প্রকৃতি একান্তই আলাদা।
এদের কোনোকোনোটি সাম্রাজ্যবাদীশক্তির ল্যাবরেটরিতে তৈরী, আবার কোনোকোনোটি সত্যিসত্যিই আধিপত্যবাদের মাথাব্যাথার কারণ।

মিডিয়ার উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও তার কল্পনাতীত রাজনীতিকীকরণ থেকে যতদূর সম্ভব সতর্ক থাকার প্রয়াস এবং নিজেদেরকে কোনো ধারণায় বদ্ধমূল করে ফেলার বিপদ থেকে রক্ষাই আমাদের আমজনতার পহেলা দায়িত্ব...

এরপরই চলতে পারে অন্য কিছুর আলোচনা...
যাই হোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০১
294865
অপি বাইদান লিখেছেন : তাহলে সমাধান কি? সর্বত্র ষড়যন্ত্র!? সৌদি বাদশাহীর ষড়যন্ত্র। ইহুদী, নাসারা, আমারিকা, বৃটেন, ওআইসি, ওপেক, ইস্রাইলী ষড়যন্ত্র।

বাকি রইল কেবল নাক, কান, চক্ষুহীন আপনার মত কিছু ব্লগ/ফেসবুক বাজ বায়বীয় আল্লার বান্দা। অথর্ব আল্লা ভাইরাসের খপ্পরে পরলে যা হয় আর কি। ধন্যবাদ।
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৩
294916
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : হা.হা.হা..
আল্লাহ ভাইরাস নন, ভাইরাসের স্রষ্টা...
যে ভাইরাস দেখতে চিনতে মানবজাতির হাজার হাজার বছর কেটে গেছে!! এখনো নিস্পত্তি করতে পারেনি এ জীব না জড়...

যাই হোক, সমাধান তো আপনার কমেন্টেই আছে-
প্রথমত, ফেসবুক ব্লগবাজ 'বায়বীয়' আল্লার বান্দাদের প্রকৃত-অর্থে এবং কংক্রিট আল্লাহর বান্দা হতে হবে। কোনো 'অথর্ব আল্লা ভাইরাসের খপ্পরে' পড়ে আইসিস বোকোহারাম হয়ে ওঠা হারাম করে দিতে হবে...

দ্বিতীয়ত,
'অথর্ব আল্লা ভাইরাস'মুক্ত, সর্বময় সার্বভৌম আল্লাহর অকৃতিম বান্দাদের একটি দল...

অনেক ধন্যবাদ।
354931
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বক্তব্য বেশ পরিষ্কার ও যুক্তিযুক্ত কিন্তু বিশ্বের একমাত্র কার্যকর ইসলামিক রিপাবলিক বলতে কি বুঝাতে চাইছেন??
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩০
294803
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : ইসলামিক রিপাবলিক অব ইরা্ন।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
294810
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জানতাম এই উত্তরটাই দিবেন। সিরিয়ায় গতকালও রাশিয়ান বিমান হামলায় বহু নিরস্ত্র মানুষ মারা গেছে। এই রাশিয়া কার মিত্র?? ইরানের। মধ্যপ্রাচ্যের কুকুর বাশার আল আসাদ কার জোড়ে আজো ক্ষমতায় বসে মানুষ হত্যা করে যাচ্ছে? ইরান-রাশিয়ান জোটের জোড়ে। ইরানী সেনাবাহিনীর জোড়ে। ৩,০০,০০০ এর উপর নিরস্ত্র নিরিহ মানুষকে হত্যা করেছে আপনার আপনার ইরানী সেনাবাহিনী, আসাদ বাহিনী ও রাশিয়ান আর্মি ও তাদের মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ। হ্যা! সৌদি জোটও যে ইয়েমেনে তান্ডব চালাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা আর এরাও যে পশ্চিমা স্লেভ তাও জানি। তারা নতুন জোট করে মূলত মুসলিমদের উপরই নির্মমতা চালাবে সেটাও বাস্তবতা কিন্তু ইরানভক্তি কতটা যৌক্তিক তা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই। এই লেখাটা পড়ার আমন্ত্রণ রইল। http://www.bdfirst.net/blog/blogdetail/detail/3557/warrior2013/63124#.Vnlxfk_xLK8
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৩
294812
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : আপনার ও আমার মাঝে তথ্যের গ্যাপ এতো বেশী যে, শুধু শুধু বিতর্কের মানে হয় না।
প্রথম কমেন্টের জবাবেই বলেছিলাম-
'মিডিয়ার উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও তার কল্পনাতীত রাজনীতিকীকরণ থেকে যতদূর সম্ভব সতর্ক থাকার প্রয়াস এবং নিজেদেরকে কোনো ধারণায় বদ্ধমূল করে ফেলার বিপদ থেকে রক্ষাই আমাদের আমজনতার পহেলা দায়িত্ব...'

আর মিডিয়া মানে তো বোঝেন, পাশ্চাত্যের মিডিয়া, আরো ক্লিয়ারলি বললে ইসরাইলী মিডিয়া...
যাই হোক, আপনার জন্য আপাতত একটি লিঙ্ক দেয়া যাক-
https://www.facebook.com/notes/nur-hosain-majidi/514443378719200
২৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০০
294886
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি আপনাকে কোন মিডিয়ার লিংক দেইনি দিয়েছিলাম নিজের লেখার একটা লিংক। যারা নিজেরাই চোখ বন্ধ করে থাকে তাদের কিছু দেখানো সম্ভব না। ইউরোপমুখে সিরিয়ান শরণার্থীর ঢল, এটাই কি মিডিয়ার বানানো?
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৭
294917
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : ..আপনি যেহেতু ইরান প্রসঙ্গে শিয়া-সুন্নি বিভেদকে টানলেন, তাই প্রকৃত চিত্র জানানোর প্রয়োজনেই লিঙ্কটি দেয়া।
কারণ নোটটি অনেক ভালো, টু-দ্যা-পয়েন্ট এবং গোছালো।

তা আমি যদি সংশ্লিষ্ট বিষয়ে লিখতে সমর্থ হই, আপনাকে জানাবো।
সে পর্যন্ত অনেক ধন্যবাদ...
354936
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৪
দ্য স্লেভ লিখেছেন : যে জোটটি বানানো হয়েছে এরা কার্যকর কোনো ভুমিকা রাখবে না। শুধু মুসলিমদের এক পক্ষ অপর পক্ষকে আক্রমন করবে। এই উদ্দেশ্যেই ইউ.এস-ই.ইউ সকলে এটাকে সমর্থন করছে। তারা জানে কি ঘটবে। নিজরা আর বোমা মারতে চাচ্ছেনা...
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪০
294806
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : ...exactly!
একাজে তারা অনেক expert.
ইতোপূর্বে তারা ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দামকে লেলিয়ে দিয়েছিল, তারপর ধ্বংস করলো ইরাক, সাদ্দামকে ফাঁসি দিয়েছিলো ঈদের দিনে...

দু'দিন আগে কমিউনিজমের প্রতিপক্ষে ব্যবহার করেছে মুসলমানদের, তারপর মুসলমানদের 'সন্ত্রাসী' সংজ্ঞায়িত করে শুরু করলো 'সন্ত্রাসের বিরুদ্ধে অন্তহীন যুদ্ধ'...
সো, শত্রু-মিত্র চিহ্নিত করাই আজকের পৃথিবীর বড় চ্যালেঞ্জ, বিশেষত মুসলমানদের জন্য...
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৫
294866
অপি বাইদান লিখেছেন : আল্যার ধামড়া মুমিনরা কঁচি খোকা? কিচ্ছু বুঝে না! শুধু লাগিয়েই হয়। শুরু হয় কুকুরের কামড়া কামড়ি, আর থামে না।
355000
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে কেউ ঘোষণা করতে পারে'ইসলামী সামরিক জোট', প্রশ্ন হল তার গ্রহণযোগ্যতা নিয়ে। ইতিমধ্যেই মালয়েশিয়া ও পাকিস্তানের ঘোরতর আপত্তিতে এর ভবিষ্যৎ হুমকীর পড়েছে। তাছাড়া, এখনতো এখন খাঁটি মুসলমানরা দৃশ্যের আড়ালে চলে যাচ্ছে বা যেতে বাধ্য করছে, আর পূর্নাঙ্গ ইসলামের ক টাও জানেনা এমন লোকেরাই বিশাল ইসলামী ব্যক্তিত্ব বনে যাচ্ছে, তাই আর এসব উদ্ভট জোট ফুট গঠনে অবাক হইনা।

ইসলামিক রিপাবলিক ও তার মিত্রদের বাদ দিয়ে

এরা কারা, জানালে খুশি হতাম ।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
294811
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : জ্বি। বিষয়টি সেভাবেই ঘটছে...
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ও হ্যাঁ, ওরা- ইসলামিক রিপাবলিক অব ইরা্ন।
355018
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অবশ্যই এই জোট কিছু ভুমিকা রাখতে পারে। তবে এই জোটের মধ্যে যথেষ্ট মতবিরোধ আছে। পাকিস্তান আর তুরুস্ব ছাড়া কারও নিজস্ব সামরিক শিল্প নাই। ইরানের উচিত হবে সহায়তা করা। কারন এটি সূচনা মাত্র।
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৩২
294839
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : ...আসুন, আরো বিস্তারিত পড়া যাক। এটি অর্থাৎ, জোট কতোটুকু ভূমিকা রাখতে পারে...
কিংবা ইরান আদৌ কোন সহায়তা করতে পারে কিনা সে ব্যাপারেও নেয়া যাক কিছু খোঁজ-খবর...
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/6441/shahadat.fbw/72802#.VnmjmE8ifIU
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৮
294867
অপি বাইদান লিখেছেন : শিয়া কাফের আর সুন্ন মৈত্রী? আল্যা বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File