‘ভালবাসা’র আকাঙ্ক্ষা ও উপলব্ধি (বিয়ে বিষয়ক ভাবনা-০৩)
লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১৩ জুলাই, ২০১৩, ০১:৪৩:১৬ রাত
সবাই বলবো না, বলা যায় অধিকাংশ পুরুষই মূলত ভালোবাসার হাত ধরেই হাটতে শেখে, জীবনের অভিমুখে। এই অধিকাংশের অধিকাংশ আবার ভালোবাসা শেখে কোনো-না-কোনোভাবে নারীর সংস্পর্শে এসে! ঐ যে, “তোমারই পরশে ভালোবাসা হয়…” কিংবা “তোমাকে দেখার পর- ঘুম দু’চোখে আসেনা”…। এই যে নারী সঙ্গ থেকে ভালোবাসা শেখা, আমার হয়নি। নারী মিনস্ ‘মা’ নয় এখানে, ‘প্রিয়তমা’। ফলে আমি বাস্তবতা বিবর্জিত ভালোবাসায় অভ্যস্ত হয়ে উঠি, অনেকটা স্বাভাবিকভাবেই। নারীকে পুর্ণ করে পাওয়ার যে অভিলাষ, কিংবা বলা যায় আকুতি- তৈরী হয়েছিলো, মনে মনে, কবিতায় কবিতায়, সঙ্গীতে সঙ্গীতে- আমাকে মোহাবিষ্ট করে রাখতো! মায়া মমতায় আবৃত করে রাখতো- আমার সপ্নোকে, সংগ্রামকে, সাধনাকে। মনে হয়, মাস্টার্স পরীক্ষা পর্যন্ত এ অবস্থায় পুর্ণমাত্রায় বিরাজিত ছিলাম। সংঘবদ্ধ ছাত্রজীবনের সমাপ্তিতে একদা প্রথম উপলব্ধি করলাম- আমার স্বপ্ন ও বাস্তবতার মাঝামাঝি ফুটে আছে মস্ত বড় এক ‘আকাশ কুসুম’। আমি ভয় পেয়ে গেলাম- ‘যা’ ছাড়া একদা জীবনকে অর্থহীন মনে হতো, জীবনের শুরুতেই মোকাবিলা করতে হলো ‘তা’রই অর্থহীনতা।
মন লেগে গেলো ভালোবাসার ভিন্ন-মানে অনুসন্ধানে, মন তো, অবাস্তববাদী মন যে!...
দেখলাম- ..অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে রণিত ক্রমাগত সচেতন পবিত্রতায়- উপ্ত হয় আরাধ্য প্রেমের প্রহর- ২৬শে মার্চের সুবহে সাদিক যেনো!.. বুঝি, 'কিছুই-না' কে 'কিছু' ভেবে 'কিছু' করে তোলার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা থেকে 'যা-কিছু' করা হয়, তা'র দেবত্ব লাভই ভালোবাসা! ভালোবাসা!! -এ মায়াকান্না নয়| হৃদয়ের নিয়ত রক্তক্ষরণ| শুধু তাও নয়| ভালবাসা- সর্বস্বের বিনিময়ে পাওয়া প্রশান্তি, সর্বোচ্চ মানবিক মহিমা| ..নিশ্চয়তাকে অজস্র অনিশ্চিত জেনেও চরম নিশ্চয়তায় সমাহিত হতে পারার বিরহী নাম! - মানবাত্মার পরমতম পর্বগুলোর একটি...( অবাক হলাম, একমাত্র আল্লাহ্ ছাড়া আর কারও নৈকট্য লাভ করা.. একটু প্রেম পাওয়া আর কারও.. কতোই না কঠিন.. কতোই না...)
আরো দেখলাম- ভালবাসা না পাওয়ার চেয়ে, এবংকী হারানোর চেয়েও, ভালবাসতে না পারার যন্ত্রণা কঠিনতর! হায় মানুষ! আমরণ মানুষ ভালবাসার মানুষী খুঁজে ব্যাকুল..। ..অর্থ না| না খ্যাতি| পন্ডিতির হাবভাব ক্ষমতা কিংবা বিলাসিতাও না| নিজেকে হারানোর আফসোস শুধু- থেকে যায় ভালবাসার হাহাকার...
আবার দেখলাম এও-
পুঁজিবাদী পৃথিবীতে ভালবাসা ধারণ করার চেয়ে, বয়ে যাওয়ার চেয়ে- হারিয়ে ফেলাই, নষ্ট করে ফেলাই- সহজ, অনেক কম কষ্টের! প্রলুব্ধকর! প্রফিটাবলও বটে! কিন্তু বোকারা কবে কোথায় প্রফিট বুঝেছিলো! ভেবে ভালো লাগলো- ভালোবাসা একান্তই বোকা(?)'দের- হাবিল হতে যত্নে লালিত মিরাসি সম্পদ| (আর চালাকবৃন্দের শখের দাবা খেলা, উপনিবেশিক লুটের মাল!!) ভেবেছিলাম- বোকা-সোকা ছেলেদের প্রতি বুদ্ধিমতি মেয়েদের ভালবাসা বে'নজীর নয়| যথেষ্ট আশাবাদীও ছিলাম! ঠিক বুঝে উঠতে পারিনি যে- 'যুগ বদলাইয়া গেছে’! তাই নিজেই শাঁসালাম নিজেকে- ভালবাসা খুঁজতে যেও না ওখানে- পুঁজিবাদের পৃথিবীতে, ভালবাসার অংকুরিত সামর্থ ধ্বসে- আত্মপ্রবঞ্চনাই হয়ে উঠবে জীবনের নিয়তি! -ওরা, বিয়ে থেকে আলাদা করে প্রেম- দেন, প্রেম থেকে সেক্স| সেক্সের ভেতর দিয়ে খোঁজে দুনিয়ার সবসুখ (কিন্তু সেক্স যে এক কানাগলি)!
আবার দেখি- ..অর্থহীন অ্যম্বিশনে বুঁদ- অসুস্থ এক জীবন-নিয়তির শিকার পুঁজিবাদী মানুষগুলো| ..অসুস্থ মানুষই তো শুধু বস্তুর আরাম খোঁজে| ..পুঁজিবাদী মাত্রই অসুস্থ মানুষ| কেবলই চলতে জানে| জানে না চলছে কোথায়! হায়!... জানে না সে, ..সুস্থ মানুষ ক্রমাগত গড়ে তোলে চূড়ান্ত আরাম| এও জানলাম- ..ভালোবাসা ও বিলাসিতা একসাথে চাইতে নেই| তাহলে দু'টোই হারাতে হয়| তখন বিরহের কবিতা সমগ্রই ভালোবাসা হয়ে উঠে তখন| আপনিও বিশ্বাস করবেন তা'ই! (...ভালবাসা যে একত্ববাদী! ক্ষমা করে না কখোনোই শির্কের গুনাহ্! ...ভালবাসি বলার আগে বলতে হয়- "..ওয়া'মা আনা মিনাল মুশরিকিন|"...)
কাউকে কাউকে অলক্ষে আঘাত করেছিলাম তখন-
আপনারাই তো বড় বড় কিতাব পড়েন, তাকাওয়ার ওয়াজ করেন, আন্দোলন করেন, অথচ- কিছুতেই নিবৃত হয়না আপনাদের- পুঁজিবাদী খায়েশ- অর্থ খ্যাতি ক্ষমতার! 'কার সাথে থাকবেন'-এর চেয়ে ভাবেন-'কোথায় থাকবেন'! 'সে আসলে কেমন'-এর চেয়ে ঢের ভাবেন- 'তার পদ-পদবি কেমন'!! আপনারা যে অসুন্দর!!!
তারপর নতুন করে আবিষ্কার করলাম- ভালোবাসার সাথে বিপ্লবের প্রেম। দেখলাম- ...ভালবাসা ছাড়া বিপ্লব কষ্টকর কিন্তু বিপ্লব ব্যাতীত ভালবাসা পথভ্রষ্ট, অর্থহীনও… হাজারো দুঃখ ভারাক্রান্ত এই পার্থিব জীবন-বাস্তবতার তিক্ততা চিবিয়ে- হজম করে- যে খেতে পারে মিষ্টি চুমো- সে'ই তো প্রেমিকা-
যাকে নিয়ে আমরণ
মরণের বিরুদ্ধে জমে থাকে রণ
জীবনসঙ্গিনী তো সে'ই
সে কোথায়?..
ওগো কোথায় তুমি?!?..
কোথাও কি নেই!!???...
হয়তো আছে, ছিলো..
কে জানে, আমিই হয়তো যথাযথ ছিলাম না, যথেষ্ট ছিলাম না হয়তো আমিই…
তাই আমার 'ভালোবাসা'র আরাফাতে সুর্যাস্ত হচ্ছে- আমি 'সপ্নে'র মুযদালিফা অভিমুখে, গন্তব্য এখন মিনা…
(বিয়ে বিষয়ক ভাবনা-০২
https://www.facebook.com/shahadat.siddiquee.9/posts/511469202241879 ;
বিয়ে বিষয়ক ভাবনা-০১
https://www.facebook.com/shahadat.siddiquee.9/posts/508335995888533)
বিষয়: বিবিধ
৩৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন