কি করবো এই পরিস্থিতিতে???
লিখেছেন লিখেছেন সুয়েদ শাকিল খান ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৯:৪৪ রাত
বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে মজার একটা দেশ যেখানে পরক্ষণে চুল নিয়ে ঝগড়া,মাঝেমধ্যে ধর্ম নিয়ে খেলা,বিরিয়ানি চত্বর,শাপলা চত্বরের মতো মজার জিনিস রয়েছে...
আমরা এমন বাঙালি যারা ভাষার জন্য জীবন দেয় কিন্তু চোখের সামনে অন্যায় দেখার পরও নির্বাক দর্শকের ন্যায় অন্যায় উপভোগ করে...
বিয়াল্লিশ বছরের সেই পুরোনো ঘটনা অর্থাৎ স্বাধীনতার বিরোধীদের যদি বিচার আদায়ের দাবিতে শাহবাগে বসা যায় তবে ফেলানী হত্যাকারীর শাস্তির জন্য কি বসতে পারিনা...???কারণ অনেক যা বলার প্রয়োজন নাই এটা সবাই বুঝে...
জামায়াতের পক্ষে আমি কখনোই কথা বলিনা কারণ যারা একাত্তরে নিজের মা,বোনকে পাকিদের হাতে তুলে দিতে পারে তবে এখন বউ,মেয়েকেও পারবে...এদের যতদিন বাঁচবো ঘৃণা করে যাবো...
জাতীয়তাবাদীদের কথা আর কি বলবো???তারাও তো জামায়াতিদের জাত ভাই...
যে বেগম জিয়া নিজেই বলেছিলেন,"যারা তত্বাবধায়ক চায়;হয় তারা পাগল নতুবা শিশু(তখন তিনি ক্ষমতায়)"...তবে আজ কেন এই বেপর্দা মহিলা আন্দোলনের ডাক দেন???
জামায়াতের কাছে নারী নেতৃত্ব হারাম তবে খালেদার পাশে বসলে কি মিলে "আরাম"???
শফি হুজুর সম্পর্কে কিছু বলার নাই কারণ সেই চিরায়ত সংলাপ "পাগলে কিনা বলে,ছাগলে কিনা খায়"???
সরকারি দল যে ভালো আমি তাও বলছিনা কারণ জনগণ আজ ক্ষুব্ধ তাদের উপর...
কি করবো আমরা???
বিষয়: রাজনীতি
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন