গণতন্ত্র ও রাজনীতি
লিখেছেন লিখেছেন সুয়েদ শাকিল খান ১৩ জুলাই, ২০১৩, ০৭:৩৯:০৮ সন্ধ্যা
বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন এক দেশ যেখানে মানুষ শুধু খেলা পছন্দ করে। শুধু ক্রিকেট কিনবা ফুটবল না, আরও অনেক ধরনের খেলা। সবচেয়ে বেশী খেলা হয় গণতন্ত্রের মূল শক্তি জনগণ নিয়ে। আমরা তো দেখছি কিন্তু যখন আমাদের পরবর্তী প্রজন্ম আসবে তখন তারা ছাতি ফুলিয়ে বলতে পারবে এমন ১ দেশে তাদের জন্ম যেখানে বল নয় বরং ধর্ম নিয়ে বেশি খেলা হয়। হাসিনা আপা তার বাবা নিয়ে, খালেদা ম্যাডাম তার স্বামী আর এরশাদ কাকু কাকীমাদের নিয়ে ব্যস্ত। তবে জনগণ নিয়ে কেউ ব্যস্ত হয়না। যে জনগণ চাইলে সব পারে-সেই জনগণ আজ নীরব। কেন...???
বিষয়: রাজনীতি
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন