উন্নত হওয়ার পন্থা
লিখেছেন লিখেছেন সুয়েদ শাকিল খান ০৮ জুলাই, ২০১৩, ০৪:৩৫:০১ বিকাল
*যখন ট্রাফিক পুলিশ ছেড়া কাপড়ের
নির্দোষ রিক্সার
ড্রাইভারকে না মেরে দোষী স্যুট টাই
গাড়িওয়ালাকেমারার সাহস করবে সেদিন
বুঝবেন Bangladesh is going to be a
developed country!
*যেদিন বয়সে বড় রিক্সার
ড্রাইভারকে কেউ আর ‘তুই’ বা ‘তুমি’
না বলে “আপনি’’ বলবে সেদিন বুঝবেন
Bnagladesh is going to be a
developed country!
*কোরমা পোলাও দিয়ে ভাত
খেয়ে ঘুমানোর সময় যদি পাশের বাসার
ক্ষুধার্ত শিশুর কান্না আপনার
কানে পৌঁছায় এবং সেই কান্নার
আওয়াজ সহ্য
করতে না পেরে যদি আপনিবিছানা থেকে উ
দিকেঅগ্রসর হোন তখন ধরে নিবেন
Bangladesh is going to be a
developed country!
*বাসার কাজের বুয়ার মেয়ের সামনে যখন
নতুন জামা পড়া অবস্থায়
আপনি দাঁড়াবেন এবং সেই মেয়েটি যখন
অবাক দৃষ্টিতে আপনার জামার
দিকে তাকিয়ে থাকবে তখন যদি আপনার
মনে লজ্জা বা অপরাধবোধ কাজ
করে তখন বুঝবেন Bangladesh is going
to be a developed country!
*যখন সামান্য অসুখের
জন্যে আপনাকে হসপিটালের
ভালো কেবিনে শুয়ানো হবে এবং ঠিক
তার পাশের রুমেই খুব অসুস্থ একজন
বৃদ্ধ
মহিলা মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেখেযদি আ
কেবিনের বিছানা ছেড়ে ওই মহিলাটির
পাশের গিয়ে বসতে ইচ্ছে হয়
তবে ধরে নিবেন Bangladesh is going to
be developed country!
*যখন কয়েক বছরের
জন্যে অন্যদেশে থাকার পর
জন্মভূমি বাংলাদেশে এসেকাঁদা মাটি দেখে ‘
না বলে দুচোখ পানিতে টলমল
করবে,মাটিগুলোহাত
দিয়ে ধরতে ইচ্ছে হবে তখন ধরে নিবেন
Yes, you were born in a developed
country!
*যখন প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর
পদপ্রার্থীদের শিক্ষাগত
যোগ্যতা নুন্যতম এইচ এসসি পাস
হতে হবে তখন ধরে নিবেন Bangladesh
is going to be a developed country!
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন