অবশেষ ধুতি ধরেও টান দিলি?
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ০১ আগস্ট, ২০১৩, ১০:২০:০৪ সকাল
বেশ কিছু দিন ধরেই ঈদের মার্কেটে অনেকটা সময় দিতে হচ্ছে। কখনো বড় কোন শপিং মলে, আবার কখনো বা ফুটপাতে। কখনো হকার্স মার্কেটে আবার কখনো বহুতলা মার্কেটে (যেখান জামা-কাপড়ে লেবেল লাগানো থাকে-দাম)।
গত কাল একটা মার্কেটে যে সমস্ত ড্রেস দেখলাম তাতে আমি ''থ''। যেমন- থ্রিজি, রাশি, সানি..লি.... (লজ্জা লাগে) থেকে শুরু করে সব **দের নামে ড্রেস।
কোন দোকনীকে যদি জিজ্ঞাস করি আচ্ছা এটার নাম থ্রিজি হলো কেন তাহলে নির্বাক না হয়ে পারবে না। কোন এক মেয়ে কে জিজ্ঞাস করি আচ্ছা আপনি সানি লিওন এর নামের ড্রেস কেন কিনছেন?
-ভালো্ লাগে,
=আপনি কি নিজেকে সানি মনে করেন?
-না, কেন?
-না, আমি তো জানি সানি এত বড় ড্রেস পরে না,
বলে ওখান থেকে পর্দারপন করা ছাড়া আর কিছু করার ছিল না।
অন্য একটা মেয়ে দেখি মেয়েদের কি সব নামের ড্রেস পছন্দ করছেন। এক পর্যাযে মেয়েটি দোকানে বসা ভদ্র লোককে বলছে '' ধুতি আলা ঐ ড্রেসটা দিন''।
হঠাত, কেমন জানি হয়ে গেলাম। ধুতি হিন্দু ধর্মের লোকরা পরে সেই জন্য বলছিন। আরে এটাতে পুরুষের...............।
এ্যালিফেন্ড রোডে দেখলাম ''সপ্তপর্ণ'' নামে একটা দোকান
আচ্ছা মনে আছে আমরা সপ্তম শ্রেনিতে সপ্তবর্ন নামে একটা বই পড়েছিলাম। সপ্তম শ্রেনি উপযোগী বর্ন বিন্যাস ছিল বলে নাম ছিল সপ্তবর্ন। আর তাহলে সপ্তপর্ণ মানে কি সাত ধরনের পণের সমাহার?
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন