নিষ্ঠাবান চাকর

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ২৮ জুলাই, ২০১৩, ১২:০৩:৪৪ দুপুর

নিজেকে নিষ্ঠাবান চাকর চাকর ভেবে গর্ব বোধ করলেও আজ কেন জানি অন্য রকম মনে হচ্ছে।

মা ও.টি. তে আর আমি অফিসে--- এমন হলে এই ভাবনা আসতেই পারে। এক বোন, দুই ভাইয়ের মধ্যে আমিই ছোট, বড় বোন সরকারী একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকতা করছে। বড় ভাই একটা মার্কেটিং জব করছে। আর আমি করছি না কিছুই, তবু করছি অনেক কিছু্। তার পর আবার নিজের অফিস আওয়ার শেষে ভাইয়ার অফিসে সময় দিতে হচ্ছে। মোট দাড়ালো সকাল ৯ টা টু রাত ১ টা অফিস টাইম। কখনো মা-বাবা ছেড়ে থাকিনি। আজ মা-বাবা ছেড়ে অনেক দুর। তার পর তাদের সাথে ফোনে একটু কথা বলবো তাও হচ্ছে না।

মায়ের চোখে লেন্স লাগাতে হবে। মায়ের পাশে না দাড়াতে পেরে খারাপ লাগছে। এখন দুপুর ১২টা, সকাল সাড়ে ১০ টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। হয়তো আরো কিছু সময় লাগবে। আপু পাশে আছে।

দোয়া করবেন, মায়ের জন্য

বিষয়: বিবিধ

১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File