রেশমাকে উদ্ধার সাজানো নাটক! (কিছু আলোচনা-সমালোচনা ও মন্তব্য)
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ০১ জুলাই, ২০১৩, ১১:১০:৫৩ সকাল
ব্রিটিশ ট্যাবলয়েড মিররের খবর
রেশমাকে উদ্ধার সাজানো নাটক!
প্রথম আলো ডেস্ক | তারিখ: ০১-০৭-২০১৩
এ রকম একটা খবর প্রথম আলোতে প্রচার হওয়ার পর কি ধরনের প্রভাব পরবে তা নাই বললাম (মিডিয়া, পূর্বে মিথ্যা প্রকাশ)। আসুন জেনে নেই এই খবরটি প্রথম আলোতে প্রকাশ হওয়ার পর পাঠকরা কি মন্তব্য করেছে...
বশির আহম্মদপ্পী (ঢাকা)
২০১৩.০৭.০১ ০৬:৪৭
গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়......
Ruhel Ahmed
২০১৩.০৭.০১ ০৭:৪২
কি লজ্জা ! হাটে হাড়ি ভাংল ডেইলি মিরর ।
Anwarul Azim
২০১৩.০৭.০১ ০৭:৫২
ইদানিং পাচারকারীদের হাত থেকে মানুষ উদ্ধারের একটি বিজ্ঞাপন টিভিতে দেখা যাচ্ছে। এতে দেখা যায়, কাভার ভ্যানের দরজা খোলার সাথে সাথে সূর্যালোকের কারণে ভ্যানের ভিতরে থাকা লোকোগুলোর চোখ কুঁচকে যায়। অথচ ১৭ দিন অন্ধকারে থাকার পরেও রেশমার ক্ষেত্রে এমনটি ঘটেনি। আরও অনেকের মতো আমিও টিভিতে রেশমা উদ্ধারের লাইভ নাটক দেখেছিলাম।
mahfuza bulbul
২০১৩.০৭.০১ ০৬:৫০
ধরণী দ্বিধা হও !
Ruhel Ahmed
২০১৩.০৭.০১ ০৭:৪২
কি লজ্জা ! হাটে হাড়ি ভাংল ডেইলি মিরর ।
Anwarul Azim
Anwarul Azim
২০১৩.০৭.০১ ০৭:৫২
ইদানিং পাচারকারীদের হাত থেকে মানুষ উদ্ধারের একটি বিজ্ঞাপন টিভিতে দেখা যাচ্ছে। এতে দেখা যায়, কাভার ভ্যানের দরজা খোলার সাথে সাথে সূর্যালোকের কারণে ভ্যানের ভিতরে থাকা লোকোগুলোর চোখ কুঁচকে যায়। অথচ ১৭ দিন অন্ধকারে থাকার পরেও রেশমার ক্ষেত্রে এমনটি ঘটেনি। আরও অনেকের মতো আমিও টিভিতে রেশমা উদ্ধারের লাইভ নাটক দেখেছিলাম।
Rafio Islam
২০১৩.০৭.০১ ০৮:১৪
ডেইলি মিরর বাংলাদেশের বাকি মিডিয়া গুলোর কথা বিশ্বাস না করে আমার দেশের কথা কেনো বিশ্বাস করলো সেটাই তো বড় প্রশ্ন?
Lubaba Rahman
২০১৩.০৭.০১ ০৯:৪৪
কি বলবরে ভাই...........যেখানে তাকাই সেখানেই আমাদের লজ্জার পাহার!
কি দরকার ছিল এই নাটকের???
মেয়েটিকে যখন প্রথম টিভিতে দেখানো হোল,,,,,,,,,,,,,,, তখনই মেয়েটির চেহারা, পোষাক আসাক দেখে কেমন জানি মনে হোয়েছিল।
সরকারের এই নাটক যদি সত্য হয় তবে জিএসপি সুবিধা স্থগিত অনেক দিন চলবে!!!
বিষয়: বিবিধ
১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন