আমার মা
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১৫ জুন, ২০১৩, ১২:৩০:৩১ দুপুর
প্রতিদিনই ভাবি মা কে নিয়ে কিছু লিখবো। লিখবো বললে ভুল হবে সবার কাছে মায়ের জন্য দোয়া চাইবে। আমি এইচ.এস.সি পরীক্ষার সময় থেকে (পরীক্ষা কেন্দ্র শহরে ছিল) আমি মা-বাবা থেকে দুরে। তারপর থেকে এখন পর্যন্ত মেসেই থাকা। আমি সকালে বাসা থেকে বেড় হই। বাসায় যেতে যেতে প্রায় রাত ১০ টা বেজে যায়। মা প্রতিদিন রাত প্রায় ১১টা ফোন দিবে। গ্রামের মানুষ সাধারনত ১০-১০.৩০ এর মধ্যেই ঘুমিয়ে পরে। তিবেলায় ফোন দিয়ে যে প্রশ্ন দুটো তিনি করবেনই সেগুলো হলো:
‘‘খেয়েছিস? কি দিয়ে খেয়েছিস?’ বাসায় ভালো কিছু
রান্না হলে মা বলতে লজ্জা পান। যেনো আমি বাসায় না থাকা অবস্থায় ভালো কিছু রান্না করাটা বিরাট অন্যায় ! আবার অজুহাতও দেন ! আজ মেহমান
এসেছিলোতো- তাই এইটা করেছি। আসলে এখন আর কিছু লিখতে চাই না। এই মুহুর্তে মাকে খুব মিস করছি। তাই তার সাথে একটু কথা বলবো।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন