আমি বাঙ্গালী
লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১৩ জুন, ২০১৩, ০৫:২৮:৪৬ বিকাল
মনে পরে বইয়ে পড়েছিলাম আমারা নাকি ১৯৫২ সালে ভাষার জন্য সংগ্রাম করেছিলাম। তাতে আমাদের অনেক বীর যোদ্ধা (ভাষা সৈনিক) জীবন দিয়েছিলেন। এখানে আমাদের বুঝতে হবে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিতে রাজী। হয়তো আমার মত কাপুরুষ জীবন দিতে পারবেনা। কিন্তু সুপুরুষরা ঠিকই জীবন দিয়ে ভাষা প্রেম দেখিয়ে দিল। তারা জীবন দেয়ার আগে ভাবেনি- শহীদি মর্যাদা পাবে, তারা সম্মানের জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে মাতৃভাষাকে সম্মানিত করতে। তারা জীবন দিয়েছে বাংলা থেকে উর্দকে মুছে দিতে। কিন্তু বর্তমানে আমরা দেখছি তাতে সালাম, বরকত, রফিক এর সম্মান থাকে? আমরা মাতৃভাষার চেয়ে ইংরেজীকে বেশী প্রাধান্য দেই। আপনার কাছে কথাটা অপ্রয়োজনীয় হতে পারে, আমরা ভিজিটিং কার্ডে কোন ফন্টে লিখি? আমরা বাংলা কলেজের অধ্যক্ষের রুমের সামনেও ইংরেজীতে লেখা দেখি,,,, শুধু কি তাই, ফেইসবুকে বাংলায় লিখলে আমরা পড়তে চাই না। তাছাড়া বর্তমানে বিশেষ করে মহিলা এবং বাচ্চারা ইন্ডিয়ান সিরিয়াল+ কার্টুন দেখতে দেখতে বাংলা বলা ভুলে গেছে। অনেক বন্ধুদের মত কথায় কথায় হিন্দী না বলতে পারা অনেক যা তা বলে।
তবে বুকে হাত রেখে বলতে পারি আমি বাঙ্গালী
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন