"আমি পারবোই"

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ১২ জুন, ২০১৩, ১১:২৪:৪৫ সকাল

:: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট

আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে

কাজ করতেন।

:: আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব

ঘরের সন্তান।তাঁর বাবা ছিলেন

একজন মাঝি।তবুও তিনি

একজন বিখ্যাত বিজ্ঞানী হতে

পেরেছিলেন।

:: নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' ­ থিয়েটারে পপকর্ন

বিক্রি করতো।

:: বিখ্যাত গায়ক বন জোভি

প্রথম জীবনে বাড়িঘর সাজানোর

ডেকোরেটরের কাজ করতো।

:: হলিউড অভিনেতা 'ক্যাপ্টেন

জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ

ছোটোবেলায় রাস্তায় রাস্তায়

বল পয়েন্ট কলম বিক্রি করতো!

:: বলিউড অভিনেতা শাহরুখ

খান মুম্বাইতে এসে বেঞ্চে

ঘুমাতেন,প্রতন কাজ খোজার

জন্য বের হওয়ার আগে বন্ধুর

কাছে ২০ টাকা করে ধার

নিতেন

:: আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব

ঘরের ছেলে ছিলেন।

তিনি একটি খামারে কাজ

করতেন।পরে তিনি আমেরিকার

অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি

হয়েছিলেন।

:: হলিউড অভিনেতা ব্রাড পিট

প্রথম জীবনে 'এল পল্লো লোসো'

নামের এক রেস্টুরেন্টে মোরগের

ড্রেস পরে হোটেলবয় এর কাজ

করতো।

:: থমাস এলভা এডিসনকে

ছোটবেলায় সবাই বোকা, গাধা

বলে রাগাত।তিনি পড়াশোনায়

ভালো ছিলেন না।তবু তিনি

একজন বিখ্যাত বিজ্ঞানী হতে

পেরেছিলেন।

** সংগ্রহ করা।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File