মোবাইল ইঞ্জিনিয়ারিং পার্ট০১

লিখেছেন লিখেছেন আমি ভালো ছেলে ০৯ জুন, ২০১৩, ১১:০৬:৫২ সকাল

মোবাইল, বর্তমান সময়ের একটা নিত্য প্রয়োজনীয় পন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সব বড় বড় আকৃতির ডেগা সেটের কথা। কি ছিল তাতে, প্রিয়জনকে মনে পড়লে একটা মিসকল কিংবা মেসেজ আর খুব প্রয়োজন হলে গ্রামীন ফোনের ৬.৯০ টাকা রেটে কথা বলা। শুধু কল রেট নয় মোবাইল এর দামও ছিল খুব চড়া। ৬০০০-৭০০০ টাকা, আর একটু ভাল কিনতে হলে লাগবে দশ হাজারের উপরে। আমার এক মামা সম্পর্কে হয়, সেই সময়ে সৌদি থেকে একটা মোবাইল আনলেন দাম পড়েছে প্রায় ২০,০০০ টাকার মত। বাড়তি সুবিধা শুধু এটুকুই পেলাম ২ মিনিটের রেকর্ডিং। কিছুদিন বাদে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, নতুন প্রজন্মের কাছে বলব এসব ইতিহাস হয়তো তারা হেসে উঠবে কিংবা গভীর ধ্যানে কিছু সময় ভেবে উঠে বলবে তুমি আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছ নাতো। যাই হোক, সময়ের সাথে সাথে আপডেট হয়েছে মোবাইল এর আকার, স্টাইল আর কার্যকারিতা। যেমন: সাদাকালো মোবাইলের পরিবর্তে এখন ব্যবহৃত হচ্ছে কালার, স্ক্রিন টাচ আর ফোল্ডিং। পাশাপাশি পরিবর্তন এসেছে মাল্টিমিডিয়া জগতেও। মোবাইল যেন এখন আর শুধুমাত্র কথা বলার যন্ত্র নয় এটা একটা মিনি কম্পিউটার।

এবার আসল কথায় আসি, খুব কম দামে পাওয়া যায় বলে এখন হাতে হাতে মোবাইল। নষ্ট হওয়ার সম্ভাবনাও তাই অনেক বেশি। যদি মেরামত করতে দোকানে নিয়ে যান যেকোন সমস্যার সমাধানে বলবে কমপক্ষে একশ টাকা লাগবে উপরে তো আপনার সেট বুঝে। তবে এমন কিছু সমস্যা আছে যেগুলো আপনি নিজেই ঠিক করতে পারেন।

যাই হোক কাজের কথায় আসি। আমি একসময় মাত্র ১,০০০ টাকায় কম্পিউটার + মোবাইল সার্ভিসিং শিখি। কম্পিউটার বলতে মোবাইল মেমরী কার্ডে গান লোড, ফোল্ডার কপি-পেষ্ট। আর মোবাইল সর্ভিসিং শিখে একটা বাজারে নিজস্ব দোকানে বসি। আসলে তখন নিজের প্রয়োজনে আস্তে আস্তে কম্পিউটার শেখা। আমি স্বীকার করছি এখনো কম্পিউটার শিখছি। আসলে এই মোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখার কোন ইচ্ছা আমার ছিল না। গত ২-৩ দিন আগে আমার মোবাইল ফোনটা পানিতে পরে যায়। নিজের কাজ করার অভ্যাস না থাকায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সার্ভিসিং সেন্টারে যেতে হয়েছিল। তাই সিদ্ধান্ত নেই আমার বন্ধদের যাতে অযথা টাকা খরচ না হয় তার জন্য একটা হলেও পোষ্ট দেবঃ

যাই হোক অনেক কথা বললাম, এ পর্বে আর তেমন কোন সমস্যা নিয়ে আলোচনা করতে পারলাম না। তারপরেও একটি ছোট্ট সমস্যার সমাধান নিয়ে বলছি, তানাহলেতো বলবেন ভাই শুধু কতক্ষন ধরে পেঁচালই পুটল কাজের নামে ঠন ঠন।

সমস্যা: মোবাইল সেটের ডিসপ্লেতে দেখায় “Insert Sim”

সমাধান: প্রথমে দেখুন ভেতরে সিমকার্ড আছে কিনা। যদি থেকে থাকে তবে সিমকার্ড খুলে এর সংযোগ স্থল এবং সেটের সিমকার্ড সকেট টিসু দিয়ে ভালভাবে মুছুন। থিনার এর পরিবর্তে প্রোয়েজনে বাসাবাড়িতে থাকা স্যাভলন কিংবা অন্যান্য পরিস্কারক দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি না যায় সিপিইউ টার্মিনালে তাপ দিন। তাতেও যদি কাজ না হয় অনুমান করতে পারেন সিম আইসি তে সমস্যা আছে। এজন্য যদি পারেন মোবাইল সেট টা খুলে সিমকার্ড সংযোগ স্থলের পাশের ছোট্ট একটা আইসি আছে ওটাতে তাপ দিন (হেয়ার ড্রাই হলেও চলবে) এতে আশা করি সমস্যা সমাধান হবে বলে আশা করি।

ধন্যবাদ সকলকে।

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File