লালবাগের স্মৃতির পাতা থেকে

লিখেছেন লিখেছেন মোল্লা দো পেঁয়াজো ১৭ জুন, ২০১৩, ১১:৩৩:০০ সকাল

তাকমীলের বছরের ছোট ঘটনা

হাদীস নববী (সাঃ) এর দরস অত্যন্ত বরকত ময়

বিশেষ করে লালবাগে বর্তমানে যে রুমটিতে হাদীসের দরস হয়

এই রুমটি ছিল বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র

যাদের মেহনত মুজাহাদার কারনে দেশের প্রতিটি জায়গায় আজ তাওহীদের আওয়াজ বুলন্দ হচ্ছে

তাগুতি শক্তির আতংক

হযরত মাওঃ শামছুল হক ফরিদপুরী রহঃ এর

হাদীসের দরসে বসলে যে মনের মাঝে যে প্রশান্তি আসে

এটা হাদীসের দরস ছাড়া আর কোথাও পাওয়া যাবেনা

যাই হোক হযরত শায়খ আমিনী সাহেব রহঃ

এর দরসও ছিল প্রশান্তির একটি বেহেশ্তী বাগান

এখানে আমি এর বাস্তবতা অনুভব করেছি

হুজুরের দরসে দেখেছি

যে ছেলেটা নামকা ওয়াস্তে ছাত্র

তাকেও দেখেছি

হুজুরের ঘন্টায় নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে নিশ্চুপ হয়ে যেতে

সত্বি হুজুরের ঘন্টায় এক অন্য ধরনের প্রভাব সৃষ্টি হত।

আমরা শুধু হুজুরের দরদমাখা হাদীসের তাকরীর গুলো শুনতাম

যার মাধ্যমে হৃদয়ে জমে থাকা হাজারো সমস্যার সমাধান পেতাম।

হুজুর ঘন্টায় তাকরীরের মাঝে মাঝে

সবার সাথে আনন্দের কথা বলে

ছাত্রদের হৃদয়ের আঙ্গিনা প্রাণবন্তকরে তুলতেন

একদিনের ঘটনা হুজুর তাকরীর করছিলেন

বিবাহের হাদীস গুলোর

তাকরীরের মাঝে হঠাত করে এক ছাত্র বলল,

হুজুর সুন্নতি বিবাহ কিভাবে হবে?

তাকরীরের মাঝে হুজুর এই প্রশ্ন শুনে একটু মুচকি হাসি দিতে দিতে বললেন

"ঠিক আছে তুমি ২৫ বছর হলে বিবাহ করবে ৪০ বছরের মেয়ে কে"

তাহলেই সুন্নতি বিবাহ হবে

এই কথা শুনে ক্লাসের সবাই

আদবের সাথে

মুখের খুশী প্রকাশ করল

আমার কথা হল ক্লাশের মাঝে এমন প্রশ্নে তিনি রাগ করেন নি

বরং অত্যন্ত হেকমতের সাথে এমনভাবে জবাব দিয়েছেন

যাতে প্রত্যেক ছাত্র আনন্দ অনুভব করেছে।

আজ তিনি আমাদের মাঝে নেই

দীর্ঘ ২৮ বছর পর্যন্ত যেই বাগানটিতে ফুলের সুভাষ ছড়িযেছেন

কিয়ামত পর্যন্ত এই বাগানে আরো অনেক গাছের আগমন ঘটবে

কিন্তু ঐ বিদায় নেওয়া গাছটির সৌরভে যেন এখনও প্রাণবন্ত আজ

দারুল হাদীস

মহান আল্লাহ হযরতকে জান্নাতের উঁচা মাকাম দান করুন

তাঁরছড়ানো সৌরভে আমাদের এই দেশ মুক্ত হোক নাস্তিকদের অপবিত্র তা থেকে

আমীন

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File