লালবাগের স্মৃতির পাতা থেকে

লিখেছেন লিখেছেন মোল্লা দো পেঁয়াজো ১৩ জুন, ২০১৩, ০৯:০৮:৫৩ সকাল

আমার শিক্ষা জীবনের অধিকাংশ সময় লালবাগ মাদ্রাসায কেটেছে

হাদীসে নববী সাঃ এর সবক পড়ার সৌভাগ্য হয়েছে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা মুফতি আমিনী সাহেব রহঃ এর নিকট

এই মহান বুযুর্গের সংস্পর্শে থাকা কালীন জীবনে এমন কিছু স্মৃতি রয়েছে যা মনে করে নিজেকে ধন্য মনে হয়

হুজুর বাসায় যাওয়ার সময় অথবা অন্য কোথাও গেলে হুজুরের গাড়িতে একজন ছাত্র থাকত সবসময়

আর এই দায়িত্ব থাকত তাকমীল আর ইফতা বিভাগের ছাত্রদের

যথারিতি তাকমীল জামাতে উঠার পর আমার উপরেও দায়িত্ব আসে

জীবনের প্রথম যখন হুজুরের গাড়িতে উঠার দায়িত্ব এলো

সেদিন আমি নিজের আবেগ কে ধরে রাখতে পারতেছিলাম না

আমি গাড়ির সামনের দিকে উঠতে ইতস্তত করতেছিলাম

(আসলে নিয়ম ছিল হুজুর পিছনের ছিটে থাকেন আর ছাত্র ড্রাইভারের সাথে থাকে)

যখন ইতস্তত করতেছিলাম

যে আমার শায়খ আমার পিছনে থাকবে আমি সামনে থাকব কিভাবে

হঠাত হুজুর আবেগমাখা কণ্ঠে বললেন

"আরে উঠো উঠো বস"

ততক্ষনাত আমি বসে পড়লাম

গাড়ি ছাড়ার পর হয়ত হুজুর আমাকে লক্ষ করতেছিলেন যে আমি ইতস্তত করতেছি

তাই কিতাব মুতাআলার মাঝেই আমার সাথে বিভিন্ন কথা বললেন

উল্লেখ্য হুজুর কিতাব অধ্যয়নেএমন আগ্রহী ছিলেন যে গাড়ির মধ্যেও সংক্ষিপ্ত লাইব্রেরি ছিল

যাই হোক জীবনের প্রথম এভাবে একজন আল্লাহর অলীর সান্নিধ্যে যেতে পেরেছিলাম

এরপর জীবনে আরো বহুবার হুজুরের সাথে ছিলাম যার কোন হিসাব নেই

হুজুরের সাথে স্মৃতিবিজরিত অনেক ঘটনা উল্লেখ করব ইন শা আল্লাহ।

আজ তিনি আমাদের মাঝে নেই

মহান আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন

আমিন

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File