কাল ছাত্রশিবিরের বিক্ষোভ, দাবি না মানলে রোববার হরতাল

লিখেছেন লিখেছেন রিদওয়ানের আম্মু ২৮ জুন, ২০১৩, ১০:৩১:১৭ রাত



কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং নিখোঁজ নেতাদের সন্ধান দেয়াসহ বিভিন্ন দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। আর এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ জাতীয় নেতাদের মুক্তির দাবি, ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক শিবিরকর্মী আবদুল আজিজকে হত্যা, শিবির নেতা তাজাম্মুল আলী, আজিজুর রহমান, আবদুস সালাম ও নুরুল আমিনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করার প্রতিবাদ এবং এই চারজনসহ আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত রাজশাহী মহানগরীর শিবির নেতা আনোয়ারুল ইসলাম মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস এবং ঢাকা মহানগরী পশ্চিমের হাফেজ জাকির হোসেনের সন্ধান দাবিতে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বিবৃতিতে শিবিরের সেক্রেটারি বলেন, ‘আওয়ামী জালিম সরকার মানবাধিকার লংঘনের জঘন্য নজির স্থাপন করেই চলেছে। শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন, একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারা নির্যাতন করেই চলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার ছাত্রশিবির নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করছে।’

আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গত ২৪ জুন অপহরণের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্রআন্দোলন সম্পাদক আজিজুর রহমান ও অর্থ সম্পাদক তাজাম্মুল আলী। ডিবি পুলিশের সাদা পোশাকধারী সদস্যরা রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে বিকাল সোয়া ৫টায় গ্রেপ্তার করলেও আজো তাদের আদালতে হাজির করেনি।

এরপর গত ২৬ জুন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যাণ সম্পাদক আবদুস সালাম ও ঢাকা মহানগরী উত্তরের শিবির নেতা নুরুল আমিনকে গুলশান থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেনি।

আবদুল জাব্বার বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের ধারাবাহিক আইন পরিপন্থী ও মানবাধিকার লঙ্ঘনকারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, রাজশাহী থেকে অপহৃত শিবির নেতা আনোয়ারুল ইসলাম মাসুমকে অপহরণের ২ মাস ২৪ দিন পেরিয়ে গেছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনী তার কোনো সন্ধান দেয়নি।

শিবির নেতা জানান, ‘বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শাহ মো. ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের। আমরা তাঁদের প্রত্যেকের সন্ধান চাই।’

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File