পশ্চিমবঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মমতা
লিখেছেন লিখেছেন রিদওয়ানের আম্মু ০৮ জুন, ২০১৩, ০৫:৫৮:৫৭ সকাল
রাজ্যশ্রী বকসী, কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতী মাদরাসা শিক্ষার্থীদর পুরস্কৃত করেছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মহাকরণের কনফারেন্স রুমে চলতি বছরের হাই মাদরাসা, ফাযিল ও আলিম পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হয়ে অভিভূত ছাত্র-ছাত্রীরা। এতদিন ওরা দূর থেকেই দেখেছে রাইটার্স বিল্ডিং তথা মহাকরণেকে।
মেধার ওরপ ভর করে মিলল মহাকরণে প্রবেশের সুযোগ। আমন্ত্রক খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রত্যেকের হাতেই একটি করে ল্যাপটপ, ব্যাগ, পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেন তিনি। পরিয়ে দেন উত্তরীয়। এদিন ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভালো করে পড়াশোনা করে আইএএস, আইপিএস-এর মতো পরীক্ষায় সফল হতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সমস্যা হলে সরকার পাশে থাকবে। অর্থের অভাবে তাদের পড়াশোনা আটকাবে না।
সংখ্যালঘু কৃতী ছাত্র-ছাত্রীদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফিনান্স কর্পোরেশন ও হাজি মহসিন ফান্ড থেকে লোন পেতে কোনও সমস্যা হবে না বলেও এদিন প্রতিশ্রুতি দেয়া হয় মাদরাসার কৃতী ছাত্র-ছাত্রীদের।
বিষয়: বিবিধ
১৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন