অনলাইনে রামাযান প্রতিযোগিতা ২০১৩ইং

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহিল হাদী ১৭ জুলাই, ২০১৩, ০৭:৩৯:৫৬ সকাল



বিসমিল্লাহির রাহমানির রাহীম





আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।



সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি, আপনারা রামাযানুল মোবারকের অবারিত কল্যাণ সিক্ত দিনগুলো সিয়াম, কিয়াম এবং অন্যান্য সৎ আমল সম্পাদনের মধ্য দিয়ে অতিবাহিত করছেন। আল্লাহ তায়ালা আমাদের সকলের নেক আমল কবুল করুন। আমীন।



অত:পর-



‘রামাযান ২০১৩’ উপলক্ষে বাংলাভাষী মুসলমানদের মাঝে ভালো কাজে প্রতিযোগিতার মনোভাব তৈরি হোক, দীনে হকের দাওয়াত এবং উপকারী জ্ঞান আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুন এই উদ্দেশ্যে আমাদের এই সামান্য আয়োজন। এর মাধ্যমে ইসলাম চর্চার ক্ষেত্রে মানুষের মাঝে সামান্য অনুপ্রেরণাও যদি সৃষ্টি হয় তবে তাই হবে আমাদের সফলতা।



আশা করি, আপনারা নিজেরা স্বত:স্ফূর্তভবে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সাথে সাথে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগ, ওয়েব সাইট ইত্যাদি সর্বত্র প্রচার করে মানুষের মাঝে দীন চর্চা ও জ্ঞানার্জনের প্রেরণাকে আরও গতিশীল করতে ভূমিকা পালন করবেন।



বি:দ্র: আপনার এলাকার ছাত্র-যুবকদের মাঝে প্রশ্নপত্রটি ফটো কপি করে বিতরণ করার পর তাদের নিকট থেকে উত্তর সংগ্রহ করে স্ক্যান করে আমাদের ইমেইলে পাঠলেও গ্রহণযোগ্য হবে।আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।



নিয়মাবলীঃ





  • ক. এক ব্যক্তি একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।


  • খ. উত্তরপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ আগস্ট ২০১৩ রোববার।


  • গ. উত্তরপত্র ই-মেইল যোগে পাঠাতে হবে। ই-মেইলে সরাসরি লিখে অথবা ওয়ার্ড/পিডিএফ ইত্যাদি যে কোন ভাবে গ্রহণযোগ্য হবে। ইমেইল ঠিকানা:



  • ঘ. উত্তরপত্রে অবশ্যই নিজের নাম, পিতার নাম, দেশ (বর্তমান অবস্থান), জেলা/শহর এবং মোবাইল/ফোন নাম্বার লিখতে হবে।


  • চ. ফলাফল ঘোষণার তারিখঃ ১৫ আগস্ট ২০১৩ইং।


  • ছ. বিজয়ীদের বাংলাদেশের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকেও সরাসরি পুরস্কার গ্রহণ করা যাবে। সউদী আরবে অবস্থানকারীগণ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পুরস্কার গ্রহণ করতে পারবেন।


  • জ. ফলাফল ঘোষণার ৩ দিনের মধ্যে বিজয়ীগণ বাংলাদেশের মধ্যে তাদের এলাকায় কুরিয়ার পৌঁছে এমন ঠিকানা মোবাইল নাম্বার সহ স্পষ্টভাবে লিখে ইমেইলে আমাদেরকে জানাবেন যাতে দ্রুত পুরস্কার পাঠানো যায়।




পুরস্কার সমূহ:





  •  প্রথম পুরস্কার: গ্লাক্সি/নোকিয়া মোবাইল (১জনকে) (প্রায় দশ হাজার টাকা মূল্যের)


  • ২য় পুরস্কার: সহীহ বুখারী (৬ খণ্ড) (৩জনকে)


  • ৩য় পুরস্কার: তাফসীর আহসানুল বায়ান (৩খণ্ড) (২জনকে)


  • ৪র্থ পুরস্কার: আল লুলু ওয়াল মারজান (২জনকে)


  • ৫ম পুরস্কার: তাইসীরুল কুরআন (২জনকে)


  • ৬ষ্ঠ পুরস্কার: আর রাহীকুল মাখতুম (২জনকে)


  • ৭ম পুরস্কার: কিতাবুত তাওহীদের ব্যাখ্যা (২জনকে)


  •  ৮ম পুরস্কার: সলাত সম্পাদনের পদ্ধতি ও অন্যান্য (২জনকে)




_____________________________



 মোট পুরস্কার সংখ্যা: ১৬



প্রতিযোগিতার প্রশ্নপত্রটি ডাউনলোড করতে:







এখানে প্রকাশিত

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File