প্রেমের টান
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১৫ জুন, ২০১৪, ০৪:৫৮:৩৩ বিকাল
আজও কি মোর টান তোমার চিত্তে বাস করছে ?
বেওয়ারিশ হৃদয়ের জানতে হয় বড় ইচ্ছে
সেই ভালবাসার কথা মনে কি পড়ে ?
দু'বার এসেছিলে সব কিছু ছেড়ে ।
মাতৃ পিতৃ স্নেহ দূরে ঠেলে দিয়ে
হৃদয় সমুদ্র পূর্ণ প্রেম প্রীতি নিয়ে ;
পৃথিবীর সবি ছিল তোমার পর
আমি শুধু ছিলাম অন্তরের অন্তর ।
লাজ ত্যাগিয়ে বলেছিলে আমি তোমার আপন
সহ্য করেনি তোমার পিতা-মাতা স্বজন ;
সব লাথি মেরে এসেছিলে মোর দ্বারে
সবি দিছো তোমার হৃদয় উজার করে ।
না দেখিলে মোরে ছুটে আসিতে দিবা রাত
হাসি মুখে সইছো কত কাঁচা কঞ্চির ঘাত ;
সেই তুমি আজ কেমনে দূরে রও ?
মনে কি পড়েনা কভু ? শুধু একবার কও ।
বলো ,
হৃদয়ে কি আছে সেই প্রেমের বেপরোয়া টান ?
তা
জানিবার তরে চির প্রতীক্ষায় এ মন প্রাণ ।
বিষয়: সাহিত্য
১৩৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব কবিরাই কি প্রেমে পড়ে?
ভাইয়া আমার পোষ্টটি পড়ার জন্য দাওয়াত রইলো। দেখেন সমাধান হলেও হতে পারে। আর না হলে তাও জানাবেন ।
অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন