কষ্টের তরী

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১৪ জুন, ২০১৪, ১১:৩৮:২২ সকাল

আমার কষ্ট সমষ্টি তরি গড়ে

ভাসিয়ে দিলাম তরঙ্গপরে ;

একদিন পৌছিবে তোমার নিবাস ঘাটে

তোমার সমূখে পড়িবে বটে ।

মন ভরে দেখিও সেই তরী

কত যতনে করেছি তৈরী ;

যাতনার সনে দুঃখ জোড়া লাগিয়ে

তোমার স্মৃতিগুলো প্যারেক বানিয়ে ।

গড়েছি এ নাও

তুমি কি দেখিতে পাও ?

নায়ে রং করা অশ্রু অনলে

সুন্দর ভেবে স্পর্শ করিলে ;

তোমার কোমল হস্তখানি পুড়িবে

অসহ্য ভীষণ যাতনায় মরিবে ।

তুষার বৈঠা দিয়ে ফেরাইও মোরে পানে

সকল প্রেম দিয়ে বক্ষে নেব টেনে ;

আমি কষ্টের পিতা-মাতা

হিয়াতে লালন করি যত ব্যথা ।

এ যাতনা তুমি দিছো মোরে

বেঁচে আছি তাই ওতপ্রোত পুড়ে ।

বিষয়: সাহিত্য

১২৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234673
১৪ জুন ২০১৪ সকাল ১১:৫২
জোনাকি লিখেছেন : ভালো লেগেছে; তবে "মোরে""পানে" ইত্যাদি পুরানো শব্দগুলো, সাধুভাষা এভয়েড করলে মনে হয় আরো
লাগতো।
234714
১৪ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ
234730
১৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Star Rose Good Luck
234761
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৫
আওণ রাহ'বার লিখেছেন : শুধু কষ্টের সাথে সন্ধি করেছেন কবি?
235254
১৫ জুন ২০১৪ রাত ১১:০৯
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সবাইকে ধন্যবাদ
240307
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
247520
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৭
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File