তোমার সঙ্গ চাই
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১১ জুন, ২০১৪, ০৪:৪০:৫৩ বিকাল
আজ আপনাকে বোধ হয় বড় একেলা
উদাসী চিত্তে কিছুই ভাল লাগে না ;
তোমার সঙ্গ লাগি হয়েছি উতলা
কোন কার্যে হৃদয় বসে না ।
হ য ব র ল হেরি কেন সবি ?
ধু ধু মরু লাগে সুন্দর ধরণী ;
মুক্ত দাঁতে হাসে না তো রবি
কেন মিষ্টি রোদ্দুর উঠেনি ।
তোমাতে সব খুঁজে পাই
তুমি হীনা যেন সর্বহারা ;
বুঝাবার কোন ভাষা নাই
ভবে আমি একটি জ্যান্ত মরা ।
ছোটা ছোটি করি গগন পাতাল
ভাবনার ধরাতে ডুবে যাই ;
তোমার লাগি নিরেট সত্য মাতাল
সর্বত্র খুঁজে মরি তাই ।
বুঝিলাম যাহা হেরিয়ে ফিরিয়ে
কোথাও সুখ শান্তি নাই ;
সবি তুমি নিয়েছ লুটিয়ে
কাতর স্বরে তোমার সঙ্গ চাই ।
বিষয়: সাহিত্য
১৩২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথাও সুখ শান্তি নাই ;
সবি তুমি নিয়েছ লুটিয়ে
কাতর স্বরে তোমার সঙ্গ চাই ।
সব দিলে তো নিবেই। বোকারাম কোথাকার
মন্তব্য করতে লগইন করুন