এক হাজার পত্র
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৯ জুন, ২০১৪, ০৪:১৫:৫৮ বিকাল
তোমার দেয়া এক হাজার পত্র
এখনও সযত্নে রেখেছি ,
কভু অবকাশ পাওয়া মাত্র
একটি একটি করে পড়ছি ।
কি মনে হয় জান ? এখনি পেলাম
তোমার প্রেমের তাজা আলপনা দেখতাম ;
তুমি ভুলে গেছ দূরে আছ মনেই হতো না
হৃদয়ে রহেনা তোমায় হারানোর ভাবনা ।
অনুভবে তোমায় কাছে পাই
শব্দের সিঁড়ি বেয়ে তোমায় কাছে যাই ;
প্রতিটি বর্ণে শব্দে বাক্যে
প্রেম রসে পরিপূর্ণ থাকে ।
যতই পড়ি ততই লাগে মধু
ঐ কলমে ছিল বুঝি জাদু ;
হস্তে নয় যেন টাইপ করে লিখেছ
সম মাপে সম ফাঁকে সুন্দর সাঁজিয়েছ ।
তোমার পত্রের ভাষা কেড়ে নেয় মন
করিছ যেন চমত্কার কাব্য রচন ;
চিঠিতেই সুবাস পাই তোমার ভালবাসা
পড়ে পড়ে ভুলে যাই হারানোর হতাশা ।
বিষয়: সাহিত্য
১৩০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রেম না কত্তি পরলেও কবি হয়।
অনেক ধন্যবাদ ভাইয়া।
নাগো দাদুভাই, খালি প্রেম কল্লেই কবি হয় না;
প্রেম না কত্তি পরলেও কবি হয়।
কি কওগো শান্ত বাবু ?
মন্তব্য করতে লগইন করুন