সইতে পারি

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৮ জুন, ২০১৪, ০৪:৪৯:১৮ বিকাল

আমি কষ্ট পেতে ভালবাসি

কষ্ট দিতে পাই জ্বালা ;

যে করে মোরে ঘৃণা

আমি দেই তারে প্রীতির মালা ।

মোর পানে না হেরিয়ে কেহ

বদন ফিরায়ে লয় ;

পশ্চাতে যদি মোর কুত্‍সা রটে

সবার কর্ণে কয় ।

তবুও ভালবাসি তারে আমি

দেই সদা মান ;

হয়না তো ঘৃণা সৃজন

বাড়ছে হৃদয় টান ।

দ্বাদশ বছর তুমি তা

বুঝেছ নিশ্চয় ,

সদা যাঞ্চা করি হিয়াতে যেন

মানবতা বোধ হয় ।

আমার মজাই লাগে কষ্ট যাতনা

লাগেনা যে তিক্ত ;

আমি সইতে পারি হাসি মুখে

অজস্র ব্যথা যত ।

জানি একদা ভ্রান্ত ভাঙ্গবে তোমার

শুধু প্রয়োজন কিছুকাল অপেক্ষার ;

কয় যে ক্ষুদ্র,সে অণু সমান

সইতে পারে যে,সে বিরাট মহান ।

বিষয়: সাহিত্য

১২৫৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232410
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
ছিঁচকে চোর লিখেছেন : আমি কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে পাই জ্বালা ;
যে করে মোরে ঘৃণা
আমি দেই তারে প্রীতির মালা ।


তাই নাকি? তাহলে আপনিও খাঁটি প্রেমিক। Nail Biting Nail Biting Nail Biting
232469
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও অনেক সইতে পারি
232481
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
232530
০৮ জুন ২০১৪ রাত ০৯:১৩
ধন্যবাদ লিখেছেন : Rose Rose Rose Rose সুন্দর কবিতার জন্য ধন্যবাদ Rose Rose
232640
০৯ জুন ২০১৪ সকাল ০৮:০২
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
232648
০৯ জুন ২০১৪ সকাল ০৮:২৩
আওণ রাহ'বার লিখেছেন : অসাধারন এই উপলব্দির প্রকাশ বারবার ঘটতে থাকুক।
দোয়া রইলো।
232724
০৯ জুন ২০১৪ দুপুর ১২:২১
বিদ্যালো১ লিখেছেন : 'Protidan' kobitar moto, khub valo hoyeche.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File