সু পরামর্শ চাই

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৭ জুন, ২০১৪, ১০:৩৯:১৬ রাত

সবার পক্ষ থেকে সু পরামর্শ পাবার প্রত্যাশা নিয়ে একটি বিষয় জানতে চাচ্ছি । আমি মোবাইলে ব্লগিং করছি কিন্তু মন্তব্যের জবাব দিতে পারছি । অনেকেই জিজ্ঞাসা করে আমি কোন জবাব দেইনা কেন ? সে প্রশ্নের হয়তো এখন বুঝেছেন ।

কিভাবে জবাব দিতে পারব যারা জানেন তারা পরামর্শ দিলে উপকৃত হবো ।

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232095
০৭ জুন ২০১৪ রাত ১১:০৬
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমি এ ব্যাপারে একটা পোষ্ট লিখবো ইনশাআল্লাহ।
সপ্তাখানিক লাগবে।
232126
০৮ জুন ২০১৪ রাত ১২:০৯
ছিঁচকে চোর লিখেছেন : খাড়ান চিন্তা কইরা দেখি Thinking Thinking Thinking
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:১৮
189730
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সমাধান পাইয়া গেছি , আর খারাইতে পারুম না
239678
২৮ জুন ২০১৪ বিকাল ০৫:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : মোবাইলে ব্লগিং এর টুকিটাকি
ভাইয়া আমার পোষ্টটি পড়ার জন্য দাওয়াত রইলো। দেখেন সমাধান হলেও হতে পারে। আর না হলে তাও জানাবেন ।
অনেক শুকরিয়া।
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:১৯
189731
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সমাধান আমি আগেই পেয়েছি ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File