একটি কথা শুধাব

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৭ জুন, ২০১৪, ০৩:৫৫:০৪ দুপুর

তোমার সাক্ষাত সন্ধান কিছুই পাইনা

প্রকাশ করিব হৃদয়ের সুখ যাতনা

নিরুপায় ,তাই বের করি ফটো খানা

অনেক কথা বলি সে তো হা-না কিছুই কহেনা ।

এক তরফা হয় শুধু কথোপথন

এতে কি জ্বালা হয় নিবারণ ?

যেথায় রাখি সেথায় নিশ্চুপ ভাস্কার্য

বদন খুলে একটি বচন কহিল না আজো ।

ওর অপলক দৃষ্টি ভোগ করছি শুধু শুধু

আঁখি বেয়ে ঝড়ে যেন রুপের মোহ মধু

কিন্তু জিজ্ঞাসা রহে অপূর্ণ

অংক কষে পাই শুন্য ।

মোর চরম নিঃসঙ্গতা ক্ষণে

ওকে লই বক্ষ পাজরে টেনে

শুধাই তুমি রহিয়াছ কোথায় ?

বোবা মেয়েটি শুধু মোর নেত্রে তাঁকায় ।

একবার খোল কোমল চঞ্চু দুটি

তুমি না ভাল লক্ষীটি

কতই না মধু স্বরে করি ডাকা-ডাকি

সারা বেলা সজাগ রহে মুক্ত দুটি আঁখি ।

কিন্তু বচন কহে না

শুধু একটি কথা শুধাব

জীবন ভর কি তোমাকেই ভালবাসব ?

না ..........?

বিষয়: সাহিত্য

১৪৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231844
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
231852
০৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৮
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
231886
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
আওণ রাহ'বার লিখেছেন : কবিরা কেন এত ব্যাথিত হয়?
লিখে যান কবি ভালো লেগেছে।
231905
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব কঠিন ....... কিছ্ছুই বুঝলাম না Not Listening It Wasn't Me! Not Listening একটা জিনিস বুঝেছি.... "এক তরফা হয় শুধু কথোপথন" .... এর মানে হচ্ছে উনাকে জ্বিনে ধরছে..... টিপুভাইয়ের পরামর্শ নিন দ্রুত Chatterbox Chatterbox
232165
০৮ জুন ২০১৪ সকাল ০৭:৩০
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
232313
০৮ জুন ২০১৪ দুপুর ০২:২৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File