আমায় গ্রাস করছে
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৪ মে, ২০১৪, ০৪:০৫:০২ বিকাল
হিমি জান কি তুমি ? আমি নেই সেই মেধাবী ছাত্র
আজিকে আমি সবার গ্রাসের পাত্র
অমাবস্যার ঘোর কালিমা আমায় ডুবিয়ে ধরে
মৃত্যুর কালো ছাঁয়ায় দম আটকে তবু দেয় না ছেড়ে ।
ইচ্ছামত আমায় গ্রাস করছে ।
আমাতে এক ফোটাও মধু নেই
সর্বাঙ্গ দেহ পূর্ণ ভীষণ তিক্তেই
মঞ্জুরী ভেবে কত ভ্রমর গতরে বসে
মধু না পেয়ে রক্ত খায় চুষে চুষে ।
লোনতা স্বাদে বদন পুড়ে কৃষ্ণ হয়
তবুও চুষে করে নিঃশেষ ওরা নির্দয়
শেষে আমার অস্থি মাংস গ্রাস করে
শুধু একা নয় দলবল সহকারে ।
চিত্ত পুলকে গ্রাস করছে ।
এখন আমি সবার ধারে ঠাট্টার পদার্থ
আমি নাকি ধরার বক্ষে একমাত্র অনর্থ
সবাই মোরে লয়ে করে হাসি তামাশা
তাদের বুঝানোর মুখে নেই কোন ভাষা
গৃহে রুদ্ধ থাকি লজ্জায় যাই না বাইরে
ঠাট্টা করে গ্রাস হায়েনার মত কামরে কামরে ।
পরম শান্তিতে গ্রাস করছে ।
পিঁপড়া থু থু মারে মোর গায়
আমি কত নিচ কত অসহায় !
ঝাঁক বেঁধে শকুন বসে দেহপর
মৃত গো ভেবে মারে অজস্র ঠোক্কর
খায় তাজা মাংস
তবুও ব্যথা পাইনা
গ্রাস করেছে মোর সর্বস্ব
তোমার দেয়া যাতনা ।
নরক অনল পাথারে চুবাচ্ছে ।
বিষয়: সাহিত্য
৯৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন