হামদে এলাহী
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০২ এপ্রিল, ২০১৪, ০৪:৩৪:৫৯ বিকাল
হে রহিম হে রহমান ,
পরান ভরে যাই গেয়ে যাই
তোমার গুণো গান । ।
তুমি কথা বলতে শেখাও
তুমি সঠিক পথ দেখাও
তোমার দয়ায় বেঁচে থাকে
আমার মন ও প্রাণ ।
ঐ ................................ । ।
কত সুন্দর করে তুমি
মানুষ করছো সৃজন
তারি মাঝে দিছো তুমি ;
কোমল একটি প্রেমিক মন
ভুলতে আমি চাইনা কভু
তোমার যত অবদান ।
ঐ........................ । ।
যত দেখি প্রকৃতি রুপ
চর্ম আঁখি হয় কাতর
অসীম প্রেমের মালিক তুমি
বিরাট বড় চিত্রকর
ভালবেসে করছ মোদের
সেরা জীব মহীয়ান ।
ঐ ........................ ।।
বিষয়: সাহিত্য
৯৩১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চর্ম আঁখি হয় কাতর
অসীম প্রেমের মালিক তুমি
বিরাট বড় চিত্রকর
অপূর্ব, চমৎকার
মন্তব্য করতে লগইন করুন