সইতে পারি

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ৩০ মার্চ, ২০১৪, ১০:৪৭:০৮ সকাল



আমি কষ্ট পেতে ভালবাসি

কষ্ট দিতে পাই জ্বালা ;

যে করে মোরে ঘৃণা

আমি দেই তারে প্রীতির মালা ।

মোর পানে না হেরিয়ে কেহ

বদন ফিরায়ে লয় ;

পশ্চাতে যদি মোর কুত্‍সা রটে

সবার কর্ণে কয় ।

তবুও ভালবাসি তারে আমি

দেই সদা মান ;

হয়না তো ঘৃণা সৃজন

বাড়ছে হৃদয় টান ।

দ্বাদশ বছর তুমি তা

বুঝেছ নিশ্চয় ,

সদা যাঞ্চা করি হিয়াতে যেন

মানবতা বোধ হয় ।

আমার মজাই লাগে কষ্ট যাতনা

লাগেনা যে তিক্ত ;

আমি সইতে পারি হাসি মুখে

অজস্র ব্যথা যত ।

জানি একদা ভ্রান্ত ভাঙ্গবে তোমার

শুধু প্রয়োজন কিছুকাল অপেক্ষার ;

কয় যে ক্ষুদ্র,সে অণু সমান

সইতে পারে যে,সে বিরাট মহান ।

বিষয়: সাহিত্য

৯৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200158
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
বিন হারুন লিখেছেন : হৃদয়ে ভালবাসা থাকলে যাতনার মাঝেও সুখ খোজে পাওয়া যায়. খুব ভাল লাগল Rose
200223
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন :
(কবি আপনি অসাধারন লিখেন !)

আমার ব্যথার হাজার কথা,
বলবো আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার,
ব্যথি ঘুমায়।

কেউ কখনো বুঝেনা তা,
যায়না তাকে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।

মুখ খুলে সে বলে না তার,
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার,
ভুলের নানান কথা।

যৌবন গেল জীবন যায় আজ,
হয়না তাকে চেনা,
চায় বলিতে দুঃখ গাথাঁ,
মন যে করে মানা।
200231
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৭
বিদ্যালো১ লিখেছেন : Khub shundor message . Valo laglo apnar kobitati.
200384
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
200590
৩১ মার্চ ২০১৪ সকাল ০৫:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
200619
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:০০
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File